বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাইটদের (Kolkata Knight Riders) পথের কাঁটা বৃষ্টি! বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর জমবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আগামী শনিবার কলকাতার ঘরের মাঠে সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সেই হাই ভোল্টেজ ম্যাচের আগেই মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ল অজিঙ্কা রাহানেদের!
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সূত্রের খবর, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্র্যাকটিস ম্যাচের আগে টিম KKR ভাগ হয়ে গিয়েছে দুই অংশে। একদিকে টিম গোল্ড অন্যদিকে গোল্ডদের বিপক্ষে মাঠে নামছে টিম পার্পল। এমতাবস্থায়, নাইটদের প্রথম প্রস্তুতি ম্যাচ সুষ্ঠুভাবে হলেও ভেস্তে গেল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ।
ভেস্তে গেল রিঙ্কুদের ইনিংস?
আসন্ন 22 মার্চের মহারণকে মাথায় রেখেই প্রথম প্রস্তুতি ম্যাচ সেরে ফেলেছে KKR। নাইটদের প্রথম অনুশীলন মঞ্চে নজর কেড়েছিলেন কর্নাটকের ক্রিকেটার লুভনিথ সিসোদিয়া। প্র্যাকটিস ম্যাচে এই তরুণ তুর্কির ব্যাট থেকে অসামান্য ইনিংস উপহার পেয়েছে ভেঙ্কটশ আইয়ারের দল টিম গোল্ড। অন্যদিকে টিম পার্পলদের অধিনায়কের দায়িত্ব ছিল রাহানের কাঁধে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কলকাতার প্রথম প্রস্তুতি ম্যাচে দাপটের সাথে ব্যাটিং করেছেন রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল দুজনেই। বলে রাখি, দ্বিতীয় অনুশীলন ম্যাচেও উঠেছিল রাসেল ঝড়। তবে প্রথম দুইয়ের কোনোটিতেই সেভাবে রান পাননি, অধিনায়ক অজিঙ্কা রাহানে। যদিও তাদের ব্যাটিং সম্পন্ন হলেও দ্বিতীয় ম্যাচের মাঝপথে কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। যার কারণে ভেস্তে যায় রিঙ্কু সিংদের অনুশীলন ম্যাচ।
অস্বস্তি বেড়েছে রাহানের
দলের অধিনায়ক হয়েও প্রথম দুই অনুশীলন ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। তবে দলের বাকিদের ম্যাচে বৃষ্টির দাপট একে বারেই মেনে নিতে পারছেন না শাহরুখ খানের দল KKR- এর সেনাপতি। রাহানে মনে করছেন, খারাপ আবহাওয়ার কারণে আগামী প্র্যাকটিস ম্যাচগুলিতেও বাঁধা পড়তে পারে। আর সেই কারণেই একপ্রকার অস্বস্তিতে ভুগছেন রাহানে।
অবশ্যই পড়ুন: IPL আটকাতে নতুন ফন্দি? মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে আইনি নোটিস দিল পাকিস্তান বোর্ড
প্র্যাকটিস ম্যাচে জায়গা পাননি অজি বোলার
রবিবার রাতেই KKR শিবিরে এসে পৌঁছেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সর জনসন। তবে দলে ফিরলেও এদিনের প্র্যাকটিস ম্যাচে জায়গা হয়নি তাঁর। কয়েকটি সূত্র বলছে, আগামী প্র্যাকটিস ম্যাচগুলিতে সম্ভবত তাঁকে মাঠে নামানো হতে পারে। বলা হচ্ছে, মঙ্গলবার বিকেলেই ইডেনে প্র্যাকটিস শুরু করবে টিম KKR। তবে তার আগে কার্যত ভয় ধরাচ্ছে আবহাওয়া! যদিও কলকাতার আকাশ বলছে আজ সেভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।