বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বাগে পেয়ে মরসুমের প্রথম জয় তুলে নিয়েছে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে পরাস্ত হয়ে রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো অজিঙ্কা রাহানের দল গতকাল ফের হারে ফিরেছে। নাইটদের এই লজ্জার পরাজয়ের পর বদলে গিয়েছে IPL 2025 পয়েন্ট টেবিলের ছবি। বিরাট ধাক্কা খেয়েছে KKR।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এক লাফে ছয় নম্বরে MI
এ মরসুমের প্রথম দুই ম্যাচে ধারাবাহিক হারের পর শূন্য সংখ্যা নিয়ে পয়েন্ট তালিকার প্রায় তলানিতে ঠেকেছিল মুম্বই। তবে গতকাল নাইট বধের পর পয়েন্ট তালিকার চিত্র বদলে ফেলেছে হার্দিক পান্ডিয়ার দল। বর্তমানে প্রথম তিন ম্যাচে 2টি পরাজয় ও 1টি জয় নিয়ে 2 পয়েন্টে এক লাফে তালিকার 6 নম্বরে উঠে এসেছে মুম্বই।
বড় ধাক্কা KKR-এর
সোমবার মুম্বই ইন্ডিয়ান্স বাহিনীর হাতে বধ হয়ে বেঙ্গালুরুর ম্যাচের যন্ত্রণাদায়ক স্মৃতি উসকে গিয়েছে রাহানেদের। রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েও ফের পরাজয় দেখেছে কলকাতা নাইট রাইডার্স। যার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকায়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
হ্যাঁ, হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে লজ্জার হারের পর তালিকার একেবারে তলানিতে গিয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে 3 ম্যাচের 2টিতে হার ও 1টিতে জয়ের পর 2 পয়েন্ট নিয়ে 10 নম্বরে সবার শেষে নেমে গেছে শাহরুখ খানের দল। যা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য সত্যিই লজ্জার।
তালিকায় বাকিদের অবস্থান
গতকাল লজ্জার হারের পর তালিকার একেবারে শেষে গিয়ে দাঁড়িয়েছে কলকাতা। অন্যদিকে 2 পয়েন্ট নিয়ে তালিকার 9 নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। এছাড়াও 3 ম্যাচে 1টি করে জয় নিয়ে রান রেটের নিরিখে যথাক্রমে 7 ও 8 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
অবশ্যই পড়ুন: প্লে অফে জামশেদপুরের হারের কারণ হয়ে উঠতে পারে এই ৩ বাগান তারকা
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, বর্তমানে তালিকার প্রথম পাঁচে থাকা দলগুলির মধ্যে একমাত্র গুজরাতই একবার IPL চ্যাম্পিয়ন হয়েছে। বলে রাখি, দুই ম্যাচে ধারাবাহিক জয় নিয়ে 4 পয়েন্টে তালিকার শীর্ষে রয়েছে RCB। একইভাবে দুই ম্যাচ জিতে +1.320 রান রেট যুগিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দুই পয়েন্ট নিয়ে 3 নম্বর রয়েছে লখনউ সুপার জায়েন্ট। এবং সবশেষে, মাত্র একটি ম্যাচে খেলে সফল হয়ে তালিকার 5 নম্বরে জায়গা হয়েছে পাঞ্জাব কিংসের।