বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে হারের পর রাজস্থানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল KKR। তবে সেই আত্মবিশ্বাস হার্দিক পান্ডিয়াদের কাছে পরাস্ত হতেই তলানিতে ঠেকেছে, সেই সাথেই লিগ টেবিলের শেষে গিয়ে হাজির হয়েছে অজিঙ্কা রাহানের দল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এহেন আবহে KKR-র অন্দরে বাঁধল অশান্তি! সূত্রের খবর, মুম্বইয়ের কাছে হারতেই দলের ব্যাটিং অর্ডার নিয়ে নাইটদের(Kolkata Knight Riders) সংসারে নাকি তুমুল অশান্তি শুরু হয়েছে! নেপথ্যে যদিও KKR তারকার বক্তব্য। ঘটনাটি ঠিক কী? জেনে নিন বিস্তারিত।
নাইট শিবিরে অশান্তি!
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অ্যাওয়ে ম্যাচে পরাস্ত হতেই নাকি শাহরুখ খানের দলে বড়সড় ঝামেলা শুরু হয়েছে! শোনা যাচ্ছে, নাইট তারকা রমণদীপ সিংয়ের আবদারেই নাকি বেঁকে বসেছে কলকাতার অধিনায়ক থেকে শুরু করে কোচ সকলেই! সত্যিই কি তাই?
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
RCB ও MI-র কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর বড় লড়াইয়ে নামতে চলেছে KKR। আর তার আগেই নাইট তারকার বক্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। খোঁজ নিয়ে জানা গেল, কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমণদীপ নাকি ওপেন করবেন বলে গো ধরে বসে রয়েছেন!
এ বিষয়ে নাইট সেনাপতি রাহানে ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও সবটা জানিয়েছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে, নাইট তারকার এমন আবদারের পরই নাকি KKR-র অন্দরমহলে ঝড় বয়ে যাচ্ছে।
অবশ্যই পড়ুন: ইডেনে মহাপরীক্ষা, SRH-র বিরুদ্ধে দলে ৩ পরিবর্তন করবে KKR! কেমন হবে প্রথম একাদশ?
যদিও এ বিষয়ে KKR-র তরফে স্পষ্ট কোনও তথ্য আসেনি। তবে সূত্র যা বলছে, রমণদীপ ওপেনিংয়ে আবদার করায় নাইটদের অন্দরমহলে গরম হাওয়া বয়ে যাচ্ছে! যদিও রমণদীপ সিং স্পষ্ট জানিয়েছেন, দলে কোনও সমস্যা নেই। তাঁকে যেখানে ব্যাট করতে দেওয়া হবে, সেখানেই ব্যাট হাতে নেমে পড়বেন তিনি।