Kolkata Knight Riders: হায়দরাবাদ ম্যাচের আগেই KKR-র অন্দরে তুমুল অশান্তি! | Trouble In The KKR Camp
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে হারের পর রাজস্থানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল KKR। তবে সেই আত্মবিশ্বাস হার্দিক পান্ডিয়াদের কাছে পরাস্ত হতেই তলানিতে ঠেকেছে, সেই সাথেই লিগ টেবিলের শেষে গিয়ে হাজির হয়েছে অজিঙ্কা রাহানের দল।
এহেন আবহে KKR-র অন্দরে বাঁধল অশান্তি! সূত্রের খবর, মুম্বইয়ের কাছে হারতেই দলের ব্যাটিং অর্ডার নিয়ে নাইটদের(Kolkata Knight Riders) সংসারে নাকি তুমুল অশান্তি শুরু হয়েছে! নেপথ্যে যদিও KKR তারকার বক্তব্য। ঘটনাটি ঠিক কী? জেনে নিন বিস্তারিত।
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অ্যাওয়ে ম্যাচে পরাস্ত হতেই নাকি শাহরুখ খানের দলে বড়সড় ঝামেলা শুরু হয়েছে! শোনা যাচ্ছে, নাইট তারকা রমণদীপ সিংয়ের আবদারেই নাকি বেঁকে বসেছে কলকাতার অধিনায়ক থেকে শুরু করে কোচ সকলেই! সত্যিই কি তাই?
RCB ও MI-র কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর বড় লড়াইয়ে নামতে চলেছে KKR। আর তার আগেই নাইট তারকার বক্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। খোঁজ নিয়ে জানা গেল, কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমণদীপ নাকি ওপেন করবেন বলে গো ধরে বসে রয়েছেন!
এ বিষয়ে নাইট সেনাপতি রাহানে ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও সবটা জানিয়েছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে, নাইট তারকার এমন আবদারের পরই নাকি KKR-র অন্দরমহলে ঝড় বয়ে যাচ্ছে।
অবশ্যই পড়ুন: ইডেনে মহাপরীক্ষা, SRH-র বিরুদ্ধে দলে ৩ পরিবর্তন করবে KKR! কেমন হবে প্রথম একাদশ?
যদিও এ বিষয়ে KKR-র তরফে স্পষ্ট কোনও তথ্য আসেনি। তবে সূত্র যা বলছে, রমণদীপ ওপেনিংয়ে আবদার করায় নাইটদের অন্দরমহলে গরম হাওয়া বয়ে যাচ্ছে! যদিও রমণদীপ সিং স্পষ্ট জানিয়েছেন, দলে কোনও সমস্যা নেই। তাঁকে যেখানে ব্যাট করতে দেওয়া হবে, সেখানেই ব্যাট হাতে নেমে পড়বেন তিনি।
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরই ফোর্বস বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে। যেখানে উঠে আসে কার সম্পত্তি…
Vivo V50 ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছে। আবার Vivo V50 সিরিজের দ্বিতীয় মডেল এপ্রিলেই প্রকাশ হবে…
This website uses cookies.