লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Kolkata Knight Riders: ইডেনে অবিস্মরণীয় জয়, SRH বধের পরই বিরাট উপহার পেল KKR | Great News For KKR

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠেই ভাগ্য ফিরল KKR-র। বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে তাণ্ডব দেখিয়ে জয়ে ফিরেছে অজিঙ্কা রাহানের দল (Kolkata Knight Riders)। ঘরের মাঠ ইডেনে মরসুমের প্রথম জয় একেবারে গায়ে মেখে নিয়েছে নাইটরা। সেই সাথেই পয়েন্ট টেবিলেও বড় ধাক্কা দিয়েছে KKR। বৃহস্পতিবার নিজাম বধ করেই IPL 2025 পয়েন্ট তালিকার চিত্র বদলের পাশাপাশি এক ধাক্কায় প্রথম সারিতে উঠে এসেছে নাইট বাহিনী।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

চতুর্থ ম্যাচেই বড় সাফল্য KKR-র

প্রথম ম্যাচে পরাজয়, পরের ম্যাচে জয় এবং ফের পরাজয়, এভাবেই চলছিল নাইটদের যাত্রা। শেষবারের মতো মুম্বইয়ের টোপ হয়ে মরসুমের দ্বিতীয় পরাজয় দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। যার জেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে জায়গা হয় নাইটদের। তবে ঘরের মাঠকে শক্তি বানিয়ে গতকাল ঘুরে দাঁড়িয়েছে অজিঙ্কা বাহিনী।

READ MORE:  IPL 2025: ধোনি আউট হতেই আজব প্রতিক্রিয়া, কে এই ভাইরাল গার্ল? সামনে এল পরিচয় | Viral Girl Reaction On CSK Vs RR Match

হায়দরাবাদের মতো শক্তিশালী প্রতিপক্ষকে একেবারে গুঁড়িয়ে বড় জয় পেয়েছে কলকাতা। সেই সাফল্যের ছাপ পড়েছে পয়েন্ট তালিকাতেও। বৃহস্পতিবার ঘরের মাঠে KKR-র জয়ে ফেরার ঘটনা পয়েন্ট তালিকার চিত্র বদলে দিয়েছে। বলে রাখি, এ মরসুমের দুই ম্যাচে জয় ও বাকি দুই ম্যাচে পরাজয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকর 5 নম্বরে উঠে এসেছে KKR। এখন নাইটদের পয়েন্ট 4।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বাকিদের অবস্থান?

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে 80 রানের ব্যবধানে রাহানেদের বড় জয়ের পর পয়েন্ট তালিকায় একাধিক বদল এসেছে। সেই সূত্রে বলে রাখি, প্রথম দুই ম্যাচের দুটিতেই সফল হয়ে তালিকার প্রথম স্থান রয়েছে পাঞ্জাব কিংস। বর্তমানে তাদের নেট রান রেট +1.484। দুই ম্যাচ থেকে 4 পয়েন্ট পেয়েছে কিংসরা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটাল। দুই ম্যাচ খেলে 4 পয়েন্ট ঘরে তুলেছে তারা। নেট রান রেটের নিরিখে +1.320 সংখ্যায় রয়েছে দিল্লি।

READ MORE:  Kolkata Knight Riders: বিপদ কমবে KKR-র? আসছে রিঙ্কুর নতুন অবতার! জানিয়ে দিলেন রাহানে | Rinku Will Return In A New Avatar For KKR In The Next Match

একইভাবে 3 ম্যাচের শেষটিতে হেরে 4 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ স্থানে শুভমন গিলের দল GT। গুজরাতের খাতায় যোগ হয়েছে 3 ম্যাচের 4 পয়েন্ট। গতকাল হায়দরাবাদ বধের পর তালিকার একেবারে শেষ থেকে 5 নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স(আগেই জানানো হয়েছে)। 4 ম্যাচে অংশ নিয়ে তাদের প্রাপ্ত পয়েন্ট 4। তবে নেট রান রেটে +0.070 অবস্থানে KKR।

অবশ্যই পড়ুন: জামশেদপুরের কাছে হেরে ব্যাকফুটে! কোন অঙ্কে ফাইনাল খেলবে মোহনবাগান?

গত ম্যাচে যে মুম্বইয়ের কাছে পরাস্ত হয়েছিল কলকাতা, নাইটদের সাফল্যের পর তাদের পয়েন্ট টেবিলের অবস্থান এখন 6 নম্বরে। মোট 3 ম্যাচের 1টিতে জয় নিয়ে 2 পয়েন্টে দৌড়াচ্ছে আম্বানির দল। তালিকার 7 নম্বর রয়েছে ঋষভ পন্থের লখনউ সুপার জায়েন্ট। 3 ম্যাচে একটি জয় নিয়ে 2 পয়েন্ট দখল করেছে LSG। এরপরই তালিকার 8 নম্বরে রয়েছে মাহির দল চেন্নাই সুপার কিংস। 3 ম্যাচের দুটিতে গো হারা হেরে দুই পয়েন্টে দৌড়াচ্ছে CSK। একই ভাবে 2 পয়েন্ট নিয়ে, একটি করে ম্যাচ জিতে তালিকার নবম এবং দশম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

READ MORE:  Weather Today: সপ্তাহের শুরুতেই পারদ পতন, ২ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আজকের আবহাওয়ার | South Bengal Heat Wave, North Bengal Rain
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.