লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Kolkata Knight Riders: বিপদ কমবে KKR-র? আসছে রিঙ্কুর নতুন অবতার! জানিয়ে দিলেন রাহানে | Rinku Will Return In A New Avatar For KKR In The Next Match

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে KKR-এর হয়ে বিশেষ কিছু করে দেখানোর তেমন একটা সুযোগ পাননি রিঙ্কু সিং। আশা আছে, এ মরসুমে তাঁকে বেশি সময় নিয়ে খেলানোর। তবে গতকালের লজ্জার পরাজয় নাইটদের (Kolkata Knight Riders) বিকল্প পথে হাঁটতে বাধ্য করছে। আর সেই সূত্র ধরেই, বদলাবে পরিকল্পনা। আসন্ন ম্যাচগুলিতে ধারাবাহিক জয়ের জন্য নাইট শিবিরে একাধিক পরিবর্তন আসতে পারে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শনিবাসরীয় ম্যাচ শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানিয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। সেই সাথে, নাইটের ফিনিশার হিসেবে পরিচিত রিঙ্কু সিংকে ব্যাটিং অর্ডারে সামনের দিকে নিয়ে আসার কথাও জানিয়েছেন তিনি। কাজেই বোঝাই যাচ্ছে, গতকাল যে কাজটা করে উঠতে পারেননি তরুণ রিঙ্কু, আগামী ম্যাচগুলিতে নতুন অবতারে একেবারে শত্রুপক্ষের ঘাড়ে কোপ বসাবেন নাইটদের এই বিশেষ অস্ত্র।

READ MORE:  IPL 2025: বিরাট দুঃসংবাদ! অধিনায়ক বদল IPL জয়ী দলের, কোন পথে হাঁটবে চ্যাম্পিয়নরা? | Captain Of RR Changed Before IPL 2025

রিঙ্কুর পদোন্নতি হচ্ছে?

গতকাল হোম গ্রাউন্ডে সকলকে চমকে দিয়ে নিজের চেনা ছন্দ বদলে ফেলেছিলেন রাহানে। সাধারণত টেস্ট ক্রিকেটে যে রাহানেকে এতদিন ভারতীয় দর্শকরা দেখে এসেছেন, গতকাল তার ভোল বদলে ছিল। মোমেন্টামের খেলায় যেন বিদ্যুৎ গতিতে নিজের ফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। নাইট শিবিরে প্রথমবারের জন্য অধিনায়কত্ব পেয়েই নিজের জাত চেনাতে শুরু করেছিলেন এই ভারতীয় অভিজ্ঞ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে দলের হয়ে স্কোর বোর্ডে সংখ্যা বাড়ালেও কলকাতার জয়ের জন্য অধিনায়ক হিসেবে শেষ চেষ্টাটা করে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। এমতবস্থায়, প্রথম ম্যাচে গো হারা হেরে কার্যত দুঃসময়ের কাটাতে নতুন কৌশল ফাঁদছে নাইটরা। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানিকটা তেমন ইঙ্গিত দিলেন রাহানে। সেই সাথেই রিঙ্কুকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও এক প্রকার বলেই ফেললেন নাইটদের সেনাপতি। ঠিক কী জানিয়েছিলেন অজিঙ্কা?

READ MORE:  IPL Tickets: ইডেনে টিকিটের দাম বাড়াবে KKR? কবে থেকে বিক্রি শুরু, পাওয়া যাবে কোথায়? মিলল আপডেট | Eden Gardens IPL 2025 Match Tickets

নতুন অবতারে আসছে রিঙ্কু সিং…

শনিবার ক্যামেরার মুখোমুখি হয়ে অধিনায়ক রাহানে বলেন, রিঙ্কু সত্যিই একজন ভাল ক্রিকেটার। ভারতীয় দলের জন্য তো বটেই সেই সাথে কলকাতার জন্য সে অন্যতম ভরসার কাঁধ। মূলত সংক্ষিপ্ত ফরম্যাটে দরুণ কাজ করেন রিঙ্কু। তাই আগামী ম্যাচগুলিতে তাঁকে টপ অর্ডারে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এদিন KKR অধিনায়ক আরও জানান, গতকাল পরিকল্পনা ছিল রিঙ্কুকে আগে নামানোর। তবে যেভাবে পরপর উইকেট যাচ্ছিল তাতে পরবর্তীতে পরিকল্পনা বদলাতে হয়।

অবশ্যই পড়ুন: হিট ইউকেট হয়েও নট-আউট নারিন! কোন নিয়মে? রইল বিস্তারিত

আমরা ভেবেছিলাম, রঘুবংশী সেই সময়ে ভাল বিকল্প হতে পারে। আর সেজন্যই রিঙ্কুকে পরে নামানোর সিদ্ধান্ত নিই। তবে আগামী ম্যাচগুলিতে রিঙ্কুকে নতুন অবতারে দেখতে পাওয়া যাবে, খানিকটা এমন ইঙ্গিতই দিয়েছেন অজিঙ্কা। খেলোয়াড়ের শেষ সংযোজন, রিঙ্কু সত্যিই ভাল ব্যাটসম্যান। তাঁকে কীভাবে টপ অর্ডারে নিয়ে আসা যায় তা নিয়ে ম্যানেজমেন্টের সাথে আলোচনা চলছে। সব মিলিয়ে, নাইট অধিনায়কের বক্তব্যে এ কথা কিছুটা হলেও স্পষ্ট যে, আগামী দিনে রিঙ্কু সিংকে বিধ্বংসী অবতারে দেখার সৌভাগ্য হবে ভক্তদের।

READ MORE:  Team KKR: IPL শুরুর আগেই বদলে গেল KKR-র স্কোয়াড | Umran Malik Ruled Out Due To Injury Chetan Sakariya Enters KKR Team

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.