Kolkata Metro: কলকাতা মেট্রোর প্রথম স্টেশন কোনটি ছিল? ৯০% মানুষই জানেন না এই তথ্য | Kolkata Metro 1st Station
সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা এমন একটি শহর যার ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যস্ত জীবনযাত্রা গোটা দেশে ওতপ্রোতভাবে ছড়িয়ে রয়েছে। তবে এই শহরের পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিল কলকাতা মেট্রো (Kolkata Metro), যা শুধুমাত্র শহরবাসীর যাতায়াতকে সহজলভ্য করে তোলোনি, বরং ভারতের প্রথম মেট্রোরেল পরিষেবা হিসেবে ইতিহাস লিখে গিয়েছে।
আমরা যদি একটু ইতিহাস খতিয়ে দেখি তাহলে দেখতে পাব, ভারতের মেট্রো পরিকল্পনা নতুন কিছু নয়। ১৯৬০ এর দশক থেকেই দেশের বিভিন্ন শহরে মেট্রো চালুর আলোচনা চলছিল। আর সেই ভাবনায় ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে কলকাতা মেট্রো প্রকল্পের সূচনা করা হয় এবং এক দশকের বেশি সময় ধরে নির্মাণ কাজ চলার পর অবশেষে ১৯৮৪ সালে ২৪শে অক্টোবর কলকাতার বুকে প্রথমবার মেট্রো রেল ছোটে।
জানলে অবাক হবেন, কলকাতা মেট্রোর প্রথম যাত্রা দমদম থেকে শুরু হয়নি। বরং, এসপ্ল্যানেড থেকে নেতাজি ভবন বা তৎকালীন টালিগঞ্জ পর্যন্ত ছুটেছিল প্রথম মেট্রো। যদিও মেট্রোর আসল পরিকল্পনায় রুট আরো বিস্তৃত ছিল, তবে ধাপে ধাপে কাজ হওয়ার কারণে প্রথমে মাত্র ৩.৪ কিলোমিটারই ট্রেন চালানো হয়েছিল। জানিয়ে রাখি, যখন কলকাতা মেট্রো চালু হয়েছিল, তখন এসপ্ল্যানেড স্টেশন ছিল অন্যতম প্রধান এক স্টপেজ, যা কলকাতা শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। আর এই স্টেশন শুধুমাত্র কলকাতার নয়, ভারতের মেট্রো ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ নাম।
কলকাতা মেট্রো শুধুমাত্র পরিবহন ব্যবস্থাকে আধুনিক করে তোলেনি, বরং ব্যস্ত শহরের যানজট কমানোর ক্ষেত্রেও প্রচুর অবদান রেখেছে। পাশাপাশি যাত্রীদের সময়ও বাঁচায় এই পাতাল রেল। ট্রাফিক জ্যামের সমস্যায় নাজেহাল কলকাতাবাসীর জন্য এ এক বিরূপ আশীর্বাদ।
কলকাতা মেট্রো ছিল সেই সময় দেশের প্রথম ভূগর্ভস্থ রেল পরিষেবা, যা তৈরি করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। আর সেই সময় ভারতে এমন একটি প্রকল্প বাস্তবায়ন করা ছিল খুবই কঠিন। কিন্তু প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রম অবশেষে প্রকল্পটি সফলভাবে গড়ে তোলে।
১৯৮৪ সালে মাত্র কয়েকটি স্টেশন দিয়ে কলকাতা মেট্রোর যাত্রা শুরু হলেও আজ কলকাতা মেট্রো বিস্তৃত পরিসর জুড়ে ছড়িয়ে পড়েছে। বর্তমানে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম করিডর মিলিয়ে বহু নতুন নতুন স্টেশন চালু করা হয়েছে এবং নতুন নতুন রুটও তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো কলকাতার অলিতে গলিতেও মেট্রো ছুটবে, তা বলার অপেক্ষা রাখে না।
সবশেষে একটা কথাই বলার, কলকাতা মেট্রো শুধুমাত্র একটি ট্রান্সপোর্ট ব্যবস্থা নয়, বরং এটি এক ঐতিহাসিক সাক্ষী। এটি ভারতীয় রেল ব্যবস্থায় অন্যতম এক মাইলফলক এবং আজও শহরের লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবন সরাসরি এই কলকাতা মেট্রোর সঙ্গে জড়িত।
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজার দিনের পর দিন লাফিয়ে বাড়ছে। নবরাত্রির চতুর্থ দিনে ২৪ ক্যারেট…
iQOO Z10 ভারতে ১০ই এপ্রিল লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা বিশাল ৭,৩০০ এমএএইচ…
রামনবমীর আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে নবান্ন (Nabanna) থেকে পুলিশ কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ রামনবমীর আবহে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে নবান্ন (Nabanna) থেকে জারি হল বিশেষ নির্দেশিকা।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানকে ভয় পাওয়া উচিত জামশেদপুরের, সম্প্রতি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্যই…
অ্যামাজনে আজ থেকে শুরু হল iQOO Quest Days সেল। ৪ এপ্রিল পর্যন্ত চলা এই সেলে…
This website uses cookies.