লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KTM 390 Enduro R Price: স্টাইলিশ ডিজাইন সহ KTM 390 Enduro R বাইক ভারতে আসছে, চাপে পড়বে Kawasaki | KTM 390 Enduro R Launch Date in India

Published on:

KTM মোটরসাইকেল ভারতীয় বাজারে তাদের নতুন 390 এন্ডুরো আর (Enduro R) বাইক আগামী ১১ এপ্রিল লঞ্চ করতে চলেছে। 390 এন্ডুরো আর একটি অফ-রোড ফোকাসড মোটরসাইকেল, যা বেশিরভাগ ফিচার 390 অ্যাডভেঞ্চারের মতো হবে। KTM 390 Enduro R বাইকে লিকুইড-কুলড, 399 সিসি, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ডিউক এবং অ্যাডভেঞ্চার মডেলের মতো 46এইচপি পাওয়ার এবং 39এনএম টর্ক উৎপন্ন করে। মেন ফ্রেম এবং সোয়িংআর্ম লেটেস্ট-জেনারেশন 390 অ্যাডভেঞ্চারের মতোই থাকবে।

READ MORE:  ইলেকট্রিক বাইক এবং স্কুটারের দাম কমাল জনপ্রিয় সংস্থা, মাত্র ৫০ হাজারে নতুন মডেল

এদিকে কেটিএম 390 এন্ডুরো আর বাইকে অ্যাডভেঞ্চারের মতো 240mm রিয়ার ব্রেক ডিস্কের সাথে একটি ছোট 285mm ফ্রন্ট ডিস্ক ব্রেক থাকবে। ভারত-স্পেক 390 এন্ডুরো আর-এর জন্য বাজাজ একই সাসপেনশন ইউনিট ব্যবহার করেছে যা 390 অ্যাডভেঞ্চারে দেখা গেছে। এর মানে হল যে আপনি 200mm/205mm (F/R) সাসপেনশন ট্রাভেল পাবেন। এর ফলে 390 এন্ডুরো আর-এর সিটের উচ্চতা 860mm হবে।

READ MORE:  গাড়ির থেকেও পাওয়ারফুল বাইক লঞ্চ করে চমকে দিল Kawasaki, দেখতে দানবের মতো!

এটি গ্লোবাল মার্কেটে বিক্রি হওয়া মডেলের 890 মিমি উচ্চতার সীটের থেকে কিছুটা কম। এই কারণে ভারতীয় বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও 272 মিমি থেকে কমে 253 মিমি হবে। বাকি বিশেষত্ব বিদেশে বিক্রি হওয়া বাইকের মতোই। এতে ছোট TFT ডিসপ্লে এবং 9 লিটার জ্বালানী ট্যাংক থাকবে। 177 কিলোগ্রাম ওজন নিয়ে, 390 এন্ডুরো আর 390 অ্যাডভেঞ্চার মডেলের তুলনায় 5-6 কিলোগ্রাম হালকা হবে।

READ MORE:  Maruti Fronx Best Selling Car: কেউ আন্দাজ করতে পারেনি, ফেব্রুয়ারিতে সর্বাধিক বিক্রি হল মারুতির এই নতুন গাড়ি! | Top 10 best selling cars in February 2025

KTM 390 Enduro R বাইকের ভারতে দাম

দামের কথা বললে, কেটিএম 390 এন্ডুরো আর মূল্য 390 অ্যাডভেঞ্চার এক্স এবং 390 অ্যাডভেঞ্চার এর মধ্যে থাকবে। এই দামে, একমাত্র প্রতিযোগী হল কাওয়াসাকি KLX230, যা এর থেকে হালকা এবং কম পাওয়ারফুল। বাইকটির সঠিক দাম জানতে 11 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.