KTM RC 160 Spied Testing: বাইক-প্রেমীদের চমকে দিতে আসছে নতুন KTM RC 160, এই প্রথম দেখা গেল রাস্তায় | KTM RC 160 India Launch Soon

চাহিদা কম, বিক্রি তলানিতে। যে কারণে ভারতে আরসি ১২৫ এবং ডিউক ১২৫ বাইক বন্ধ করেছে কেটিএম। এই মডেলগুলি আপডেট করার ক্ষেত্রেও আগ্রহ দেখায়নি কোম্পানি। ফলস্বরূপ, বাজারে এই দুই বাইকের সরবরাহে ফুল স্টপ দিয়েছে কেটিএম। তবে তার বিকল্প হিসাবে শীঘ্রই নতুন সিরিজ হাজির করতে পারে কোম্পানি। সম্প্রতি ভারতের রাস্তায় ১৬০ সিসির আরসি বাইক পরীক্ষা করতে দেখা গিয়েছে।

READ MORE:  Honda BigWing Motorcycles Price: স্টক খালি করতে ছাড় দিচ্ছে Honda, 10 হাজার টাকা সস্তায় কিনুন পছন্দের বাইক | Honda BigWing Discount

নতুন KTM RC 160-এর টেস্টিং শুরু

নতুন কেটিএম ১৬০ ডিউক এবং আরসি ১৬০ চলতি বছরেই ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। পরীক্ষার জন্য ইতিমধ্যেই ফুল ফেয়ার্ড মডেলটিকে রাস্তায় নামিয়েছে কেটিএম। বাইকটি প্রোডাকশনের জন্য প্রস্তুত বলেও দাবি করা হয়েছে এক রিপোর্টে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও অনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। তবে শোরুমে বন্ধ হয়ে যাওয়া দুই বাইকের প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কেটিএম, তা বলার অবকাশ রাখে না।

READ MORE:  Ultraviolette Shockwave Launched: পেট্রলের পিছনে খরচের দিন শেষ, এক চার্জে 165 কিমি যেতে পারবে এই ইলেকট্রিক বাইক | Ultraviolette Shockwave Electric Bike Price in India

পরীক্ষামূলক বাইকটির যে ছবি ফাঁস হয়েছে তাতে একাধিক রঙের ছোঁয়া দেখা গিয়েছে। সামনে সাদা, পিছনে কালো, চাকা রয়েছে কমলা রঙের। ইতিমধ্যে, দেশের বাজারে ২৫০ সিসি এবং ৩৯০ সিসি আরসি বাইক বিক্রি করে কোম্পানি। এতদিন বিক্রি হত ১২৫ সিসির মডেলও। তবে এবার তার জায়গায় আসতে চলেছে ১৬০ সিসির মডেল।

KTM 160 Duke ও RC 160 বাইকের সম্ভাব্য বৈশিষ্ট্য

১৬০ সিসির আরসি ও ডিউক মডেলে ডুয়াল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক, কুইকশিফটার, ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন (সম্ভাব্য শক্তি সর্বোচ্চ ১৮ হর্সপাওয়ার), ছয় গতির গিয়ারবক্স, ৫ ইঞ্চি টিএফটি কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  গাড়ির জন্য কীভাবে পাবেন BH সিরিজ নম্বর প্লেট? কারা যোগ্য, কী লাগবে, সবটা জানুন | How to Get a BH Number Plate

Scroll to Top