KYC না করলে বন্ধ হতে পারে DA, সরকারি কর্মচারীদের জন্য বড় সতর্কতা
সরকারি কর্মচারীদের জন্য জারি হল নতুন নির্দেশিকা। নির্ধারিত সময়ের মধ্যে KYC (Know Your Customer) আপডেট না করলে বন্ধ হয়ে যেতে পারে তাদের মহার্ঘ্য ভাতা (Dearness Allowance)। এই নতুন নিয়ম লক্ষাধিক কর্মচারীর আর্থিক দিককে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকার স্পষ্ট জানিয়েছে, সরকারি কর্মচারীদের KYC তথ্য সঠিক ও আপডেট রাখা বাধ্যতামূলক। তথ্য যাচাইয়ের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে KYC আপডেট করেননি, যার ফলে নথিপত্রে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রশাসনিক অসুবিধা বাড়ছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে KYC আপডেট না করলে সংশ্লিষ্ট কর্মচারীদের DA বন্ধ করে দেওয়া হতে পারে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তা খুব শীঘ্রই জানানো হবে বলে আশা করা যাচ্ছে।
KYC আপডেটের জন্য নিচের নথিগুলি আবশ্যক:
আধার কার্ড
প্যান কার্ড
বৈধ ঠিকানার প্রমাণ (রেশন কার্ড/বিদ্যুৎ বিল ইত্যাদি)
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের পরিচয় নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। একইসঙ্গে দুর্নীতি রোধ ও স্বচ্ছতা বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি কর্মচারীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন যথাসময়ে তাদের KYC আপডেট করে নেন। দেরি হলে বা অবহেলা করলে তা তাদের DA প্রাপ্তিতে প্রভাব ফেলতে পারে। অনেক ক্ষেত্রেই বকেয়া ভাতাও আটকে যেতে পারে।
এখন দেখার বিষয়, সরকারি কর্মীরা কতটা দ্রুততার সঙ্গে KYC আপডেট করেন এবং সরকার কত দ্রুত এই নতুন নিয়ম কার্যকর করে।
অপ্পো সম্প্রতি ঘোষণা করেছে, তাদের A-সিরিজের নতুন ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন Oppo A5 Pro 5G…
প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৩ এপ্রিল রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে যেমন একদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, অন্যদিকে চলছে রাজনৈতিক টানাপোড়েন। আর এই…
ভারতের মোবাইল গ্রাহকদের জন্য বড়সড় দুঃসংবাদ আসতে চলেছে। দেশের শীর্ষ টেলিকম সংস্থাগুলি—জিও (Jio), এয়ারটেল (Airtel)…
সহেলি মিত্র, কলকাতা: কথা রাখল পূর্ব রেল। বিগত কয়েকদিন ধরে লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরার সংখ্যা…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সরকারি বিভিন্ন পরিষেবা, ব্যাঙ্কের সুযোগ-সুবিধা, টেলিকম সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এবং শিক্ষাক্ষেত্রে…
This website uses cookies.