Lado Lakshmi Yojana: লক্ষ্মীর ভান্ডার নয়, আরেক লক্ষ্মী প্রকল্পে মহিলারা পাবেন ২১০০ টাকা! ঘোষণা সরকারের | Government Of Haryana Big Announce For Womens
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি একজন মহিলা? তাহলে আপনার জন্য রইল দারুণ এক সুখবর। কপাল ভালো থাকলে এবার আপনিও পেয়ে যেতে পারেন ২১০০ টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বাংলার সহ বিভিন্ন রাজ্য সরকারের তরফে কিছু না কিছু আর্থিক সাহায্য করা হচ্ছে। বর্তমান সময় বাংলার একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় ১০০০ থেকে ১২০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের। কিন্তু এবার দেওয়া হবে কড়কড়ে ২১০০ টাকা। তবে এই টাকা পেতে আপনাদের কিছু যোগ্যতা থাকতে হবে তবেই মিলবে টাকা।
না তবে বাংলার মহিলারা এই টাকা পাবেন না। আসলে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সোমবার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২.০৫ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন। হরিয়ানার এই বাজেটে, রাজ্যের মহিলাদের জন্য ‘লাডো লক্ষ্মী যোজনা’-এর (Lado Lakshmi Yojana) জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দেরও ঘোষণা করা হয়েছে। সেখানে লাডো লক্ষ্মী যোজনার আওতায়, হরিয়ানার মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে, বিজেপি ক্ষমতায় ফিরে এলে মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
এখানে জানিয়ে রাখা ভালো, হরিয়ানার সকল মহিলা কিন্তু এই ২১০০ টাকার সাহায্য পাবেন না। হরিয়ানা সরকার লাডো লক্ষ্মী যোজনার আওতায় সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে। রাজ্যের যে সকল মহিলা এই শর্তাবলী পূরণ করবেন, কেবলমাত্র তারাই প্রতি মাসে ২১০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। রিপোর্ট অনুসারে, হরিয়ানার যেসব মহিলার সক্রিয় বিপিএল রেশন কার্ড রয়েছে শুধুমাত্র তারাই প্রতি মাসে ২১০০ টাকা সাহায্য পাবেন। এর পাশাপাশি মহিলাদের জন্য পারিবারিক পরিচয়পত্র থাকাও বাধ্যতামূলক। এছাড়াও, মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা উচিত।
হরিয়ানার মহিলারা যদি এই সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তাহলে প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১০০ টাকা আসতে শুরু করবে। তবে, যেসব মহিলার বিপিএল রেশন কার্ড, পারিবারিক পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
মনে রাখবেন, হরিয়ানায় লাডো লক্ষ্মী যোজনার আওতায় প্রতি মাসে ২১০০ টাকা পেতে এই তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। যদি এই তিনটি শর্তের একটিও পূরণ না হয় তবে আপনি সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের ইন্টারনেট ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এলন মাস্কের কোম্পানি…
শ্বেতা মিত্র, কলকাতা: কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল বড় খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন বোলার (Wicket Taker)? এমন প্রশ্ন সমর্থক…
গত ১১ মার্চ ভারতে লঞ্চ হয়েছে Xiaomi 15 সিরিজ। আর আজ থেকে শুরু হল এই…
গত বছর যাত্রীবাহী গাড়ি ক্রেতাদের জন্য লঞ্চ হয়েছিল আপডেটেড Maruti Suzuki Dzire। এটি ছিল গাড়ির…
শতাব্দী প্রাচীন গাড়ি সংস্থা ফোর্ডের (Ford) প্রত্যাবর্তন হতে চলেছে ভারতে। যে কারখানার ঝাঁপ এতদিন বন্ধ…
This website uses cookies.