বিক্রম ব্যানার্জী, কলকাতা: 18 কোটির প্লেয়ারকে নিয়ে চাপ বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টে চোট পেয়েছিলেন ভারতের পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। যার কারণে চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নেওয়া হয়নি তাঁর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তবে খেলোয়াড়ের অভাব যে প্রতি মুহূর্তে হার্দিক পান্ডিয়ার দলকে ভাবাচ্ছে একথা বলার অপেক্ষা রাখে না। এমতবস্থায়, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের একেবারে প্রাক্কালে বুমরাহকে নিয়ে বড়সড় আপডেট এসেছে। খোঁজ নিয়ে জানা গেল, মার্চে IPL শুরুর প্রথম দু সপ্তাহ তাঁকে দলে পাবে না হার্দিক পান্ডিয়ারা।
কেমন আছেন জসপ্রীত?
অজিভূমিতে বর্ডার গাভাস্কার সিরিজ চলাকালীন আচমকা চোট পেয়ে স্টেডিয়াম ছাড়েন ভারতীয় তারকা বুমরাহ। এরপর একাধিক পরীক্ষা ও স্ক্যান পর্ব মিটলে তাঁকে 5 সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সূত্র বলছে, ইতিমধ্যেই বিশ্রাম পর্ব কাটিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করিয়েছেন জসপ্রীত।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
খেলোয়াড়ের মেডিকেল রিপোর্ট বলছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্মৃতিশীল। সম্প্রতি বল হাতে 22 গজে কসরত করতেও দেখা গিয়েছে বুমরাহকে। বর্তমানে খেলোয়াড়ের প্রত্যাবর্তনের আশায় হাপিত্যেশ করে বসে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা। তবে মনে করা হচ্ছে সেই অপেক্ষা আরও বাড়বে।
এখনই IPL খেলছেন না বুমরাহ?
বেশ কিছু সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসন পর্বে রয়েছেন ভারতীয় পেসার। সূত্র বলছে, আপাতত ভারতীয় ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পিঠের নিচের দিকে চোট থাকায় এখনই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে প্রস্তুত নয় বোর্ড।
মনে করা হচ্ছে হয়তো সেই কারণেই, জসপ্রীতকে নিয়ে ভক্তদের অপেক্ষা বাড়তে পারে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL মরসুমের প্রথম বেশ কয়েকটি ম্যাচে সম্ভবত খেলা হবে না ভারতীয় তারকার।
কবে নাগাদ MI দলে যোগ দেবেন বুমরাহ?
বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে বুমরাহর চোট কিছুটা কাটলেও পূর্ণশক্তি দিয়ে বল করতে পারছেন না তিনি। বলা হচ্ছে, তাঁকে আরও কিছুটা সময় দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হয়তো সেই কারণেই মুম্বই দলে তাঁর প্রত্যাবর্তনের সময়সীমা বাড়তে পারে।
সূত্র অনুযায়ী, নিজেকে পুরোপুরি ফিট করতে কিছুটা সময় লাগবে ভারতীয় তারকার। আর সেই কারণকে সামনে রেখেই আসন্ন IPL মরসুমের প্রথম 3-4টি ম্যাচ হাতছাড়া হতে পারে তাঁর। তবে সবকিছু ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহ কাটিয়ে পুরোদমে হার্দিকের দলে যোগ দেবেন জসপ্রীত।
অবশ্যই পড়ুন: ফাইনালের আগেই চোট কোহলির! রবিবার খেলবেন? ভয় ধরাচ্ছে নতুন কারণ
উল্লেখ্য, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ ছাড়াও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দেওয়ার কথা রয়েছে আর এক ভারতীয় তারকা মায়াঙ্ক যাদবের।