সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন ব্রান্ড লাভা আবারও বাজারে বড়সড় চমক আনছে। এবার মাত্র 16 টাকায় মিলবে স্মার্টফোন এবং স্মার্টওয়াচ। লাভা তাদের ফ্ল্যাগশিপ Lava Agni 3 স্মার্টফোন এবং Prowatch V1 স্মার্টওয়াচ বিক্রি করবে মাত্র 16 টাকার বিনিময়ে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। অবিশ্বাস্য হলেও এটিই সত্যি। আর এই অফার বাস্তবেই আসতে চলেছে। কিন্তু কীভাবে এই সুযোগ পাবেন? এর জন্য কি কোন শর্ত রয়েছে? চলুন বিস্তারিত জানি আজকের প্রতিবেদনে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
16 টাকায় স্মার্টফোন এবং স্মার্টওয়াচ
Lava-র এক সূত্র মারফত জানা গিয়েছে, আগামী 30শে মার্চ 2025, দুপুর 12টা থেকে Lava Agni 3 স্মার্টফোন এবং সন্ধ্যা 7টা থেকে Prowatch V1 স্মার্টওয়াচ মাত্র 16 টাকায় বিক্রি করা হবে। অবাস্তব মনে হলে এটাই সত্যি। আর এই অফার লাভার অফিশিয়াল স্টোর, Amazon এবং Flipkart-এ পাওয়া যাবে। তবে এটি শুধুমাত্র লিমিটেড টাইমের অফার। অর্থাৎ, 100 জন ক্রেতাই সুযোগ পাবে। আর যারা প্রথম 100 জনের মধ্যে থাকবে তারা কোনো ব্যাংক ডিসকাউন্ট ছাড়াই নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে 16 টাকায় Lava Agni 3 স্মার্টফোন এবং 16 টাকায় Prowatch V1 স্মার্টওয়াচ কিনতে পারবে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।
Lava Agni 3 স্মার্টফোনে কী কী থাকছে?
লাভার এই স্মার্টফোনটির বাজার মূল্য 19,999/- টাকা। তবে সীমিত সময়ের জন্য এটি মাত্র 16 টাকায় বিক্রি হবে। আর এই ফোনটিতে রয়েছে দুটি ডিসপ্লে, যা ফোনটিকে অন্যান্য স্মার্টফোনের তুলনায় আরো আলাদা করে তোলে। প্রথমত, 6.78 ইঞ্চির একটি কার্ভ স্ক্রিন পাওয়া যাচ্ছে, যা ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া ফোনের পিছনে ক্যামেরার পাশে রয়েছে একটি নোটিফিকেশন চেইক, যা টাইম দেখার মত কাজ করবে। প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে MediaTek Dimensity 7300X Octa-Core প্রসেসর, যা দ্রুত গেমিং পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া রয়েছে 5000mAh ব্যাটারি। শুধু তাই নয়, 66W সুপারফাস্ট চার্জিং সাপোর্ট করবে এই ফোনটিতে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
Prowatch V1 স্মার্টওয়াচের ফিচার
যেমনটা জানা যাচ্ছে, এই বছরের শুরুতেই লাভা Prowatch V1 স্মার্টওয়াচটি বাজারে লঞ্চ করেছিল যার বাজার মূল্য 2399/- টাকা। আর এবার এই স্মার্টওয়াচটি মাত্র 16 টাকায় বিক্রি হবে। এই ঘড়িটিতে রয়েছে 1.85 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে। পাশাপাশি রয়েছে কর্নিং গরিলা গ্লাস। প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে ঘড়িটিতে থাকছে Realtek 8773 চিপসেট প্রসেসর, যা ঘড়িটিকে আরো ফাস্ট করে তোলে। এর পাশাপাশি রয়েছে 110+ স্পোর্ট মোড, যা রানিং বা যোগ ব্যায়ামের ক্ষেত্রে সাহায্য করবে। এছাড়া লোকেশন ট্রাকিংয়ের জন্য GPS সুবিধা রয়েছে। শুধু তাই নয়, ঘড়িটিতে রয়েছে IP68 রেটিং, যা জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখবে।
কীভাবে পাবেন এই অফার?
যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ 30শে মার্চ দুপুর 12টায় Lava Agni 3 স্মার্টফোনের সেল শুরু হবে এবং Prowatch V1 স্মার্টওয়াচের সেল শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। কেবলমাত্র প্রথম 100 জন ক্রেতাই 16 টাকায় এই অফারের সুযোগ পাবে। তাই লাভার অফিশিয়াল স্টোর, Amazon, Flipkart থেকে সরাসরি এই অফার লুটে নিতে পারবেন।
সাধারণত বড় বড় ব্র্যান্ডগুলি নতুন প্রোডাক্টকে প্রমোট করতে লিমিটেড টাইম ফ্ল্যাশ সেল আয়োজন করে থাকে। আর লাভার এই অফারটিও তাদের এক মার্কেটিং স্ট্রাটেজি, যেখানে প্রথম 100 জন ক্রেতা 16 টাকায় ফোন এবং স্মার্টওয়াচ পাবে। তবে বাকিদের ক্ষেত্রে আসল দাম প্রযোজ্য হবে।