লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Lava Anniversary Sale: অ্যানিভার্সারি সেলে ১৬ টাকায় ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন ও স্মার্টওয়াচ, রয়েছে অবিশ্বাস্য অফার | Lava Agni 3 5G Sale

Published on:

লাভা অ্যানিভার্সারি সেলটি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

ভারতীয় স্মার্টফোন কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ বছর পূর্ণ করতে চলেছে। আর এই উপলক্ষে ক্রেতাদের জন্য চমৎকার ডিলের ঘোষণা করল ব্র্যান্ডটি। ১৬ বছর পূর্তি উপলক্ষে লাভা অ্যানিভার্সারি সেল এর আয়োজন করা হয়েছে এবং এই সেলে নির্বাচিত ক্রেতারা মাত্র ১৬ টাকায় কোম্পানির ডুয়েল স্ক্রিনের দুর্দান্ত ফোন Lava Agni 3 5G এবং স্মার্টওয়াচ ProWatch V1 কেনার সুযোগ পাবেন।

Lava অ্যানিভার্সারি সেল কবে অনুষ্ঠিত হবে

লাভা অ্যানিভার্সারি সেলটি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এই সময় কোম্পানির ডিভাইসগুলি বিশেষ অফার এবং ডিসকাউন্টের সাথে কেনা যাবে। সবচেয়ে বড় আকর্ষণ হল ক্রেতারা ফ্ল্যাগশিপ ফোন এবং স্মার্টওয়াচ মাত্র ১৬ টাকায় কিনতে পারবেন। এই অফারটি কেবল প্রথম ১০০ জন ক্রেতাদের জন্য প্রযোজ্য।

READ MORE:  আধার কার্ড কতবার আপডেট করা যায়? কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম জানা আছে তো

ফ্ল্যাশ সেলের সুবিধা দেওয়া হবে

ব্র্যান্ডটি জানিয়েছে যে Lava Agni 3 এর জন্য সেল ৩০ মার্চ দুপুর ১২ টায় শুরু হবে। আর Lava Prowatch V1 স্মার্টওয়াচের ফ্ল্যাশ সেল সন্ধ্যা ৭ টায় শুরু হবে। এই সময় প্রথম ১০০ জন ক্রেতা এই ফোন এবং ওয়াছ মাত্র ১৬ টাকায় কেনার সুযোগ পাবেন। কোম্পানি অন্যান্য ডিভাইস এবং ওয়্যারেবলস-এর উপরও ছাড় পাওয়া যাবে।

READ MORE:  চিন্তা মুক্তভাবে ১ বছর ব্যবহার করুন! Airtel নিয়ে এল সাশ্রয়ী নতুন প্ল্যান

স্মার্টফোনে পাওয়া যাচ্ছে এই ডিলগুলি

কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন Lava Agni 3 5G সেলে ২৫,৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৬,০০০ টাকায় অর্ডার করা যাবে। এছাড়া Blaze Duo 5G সেলে ১৮,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৩,৭৯৯ টাকায় কেনা যাবে। আর Blaze 3 5G ডিভাইসটি ১২,৯৯৯ টাকার পরিবর্তে ৯,৮৯৯ টাকায় বিক্রি হবে।

স্মার্টফোন এবং ইয়ারবাডসের উপর বিশেষ ছাড়

READ MORE:  ১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ডের দাম কত ছিল? ভাইরাল হয়েছে একটি বিল, দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে!

লাভা অ্যানিভার্সারি সেলের সময় ক্রেতারা ২,৯৯৯ টাকা মূল্যের Probuds N32 এবং ২,৪৯৯ টাকা মূল্যের Probuds T31 উভয়ই শুধুমাত্র ৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও ২,৪৯৯ টাকা মূল্যের Probuds N31 এবং ১,৫৯৯ টাকার Probuds 11 ইয়ারবাড ৭৯৯ টাকায় কেনা যাবে।

স্মার্টওয়াচ সেগমেন্টের কথা বললে ৪,৯৯৯ টাকার Prowatch V1 মাত্র ১,৬১৬ টাকায় অর্ডার করার সুযোগ পাওয়া যাবে। সেলে ক্রেতারা ৬,৯৯৯ টাকার Prowatch X ৩,৭৭৯ টাকায় কিনতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.