Lava Bold 5G Launched: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা Lava Bold 5G বাজারে লঞ্চ হল, রয়েছে বড় ব্যাটারি | Lava Bold 5G Price in India
লাভা আজ ভারতে তাদের নতুন বাজেট-ফ্রেন্ডলি ফোন Lava Bold 5G লঞ্চ করল। এতে অনেক দুর্দান্ত ফিচার আছে। নাম দেখেই বুঝতে পারছেন যে এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে, যা দ্রুত ইন্টারনেট স্পিড উপভোগ করতে দেবে। Lava Bold 5G ফোনে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে যা মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য ভালো। এতে দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা পুরো দিন ব্যাকআপ দিতে পারে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
লাভা বোল্ড ৫জি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে। এই ফোনটি আগামী ৮ এপ্রিল থেকে ১০,৪৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ হবে। এই মূল্য ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি ৬ জিবি র্যাম এবং ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে, তবে এদের দাম প্রকাশ করা হয়নি।
ডিসপ্লে: লাভা বোল্ড ৫জি মডেলে ৬.৬৭ ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ভালো ভিউইং এক্সপেরিয়েন্স দেবে, বিশেষ করে ভিডিও এবং গেমিংয়ের ক্ষেত্রে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা একটি শক্তিশালী 5G প্রসেসর। এতে ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম সহ ১২৮ জিবি অনলাইন স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ৬৪ মেগাপিক্সেল AI-এর প্রাইমারি ক্যামেরা এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: Lava Bold 5G ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি একদিন পুরো ব্যাকআপ দেয়। ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।
অন্যান্য ফিচার: ফোনটা অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। এতে অ্যান্ড্রয়েড ১৫ ওএস আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ডিভাইসের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন-স্ক্রীন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
শীঘ্রই বাজারে আসছে Oppo Find X8 Ultra। রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী 10 এপ্রিল চীনে লঞ্চ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৭ই এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Xiaomi তিন বছর পর ফের S-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির কো-ফাউন্ডার লিন…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক!…
This website uses cookies.