Lenovo IdeaPad Slim 5 Gen 10 Launched: AI ফিচার্সের সঙ্গে দুর্দান্ত টাচস্ক্রিন OLED ল্যাপটপ আনল Lenovo, দাম জেনে নিন | Lenovo IdeaPad Slim 5 Gen 10 Price
Lenovo ভারতে IdeaPad Slim 5 Gen 10 নামে একটি অত্যাধুনিক ল্যাপটপ লঞ্চের ঘোষণা করল। পেশাদার ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে নতুন ল্যাপটপটি এনেছে সংস্থা। এটি ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি স্ক্রিন সাইজে পাওয়া যাবে। এতে AMD Ryzen AI 300 সিরিজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হল এতে টাচ ডিসপ্লের অপশন পাওয়া যাবে। এছাড়াও, ল্যাপটপটি ওলেড স্ক্রিন, মিলিটারি গ্রেড ড্যুরাবিলিটি, এবং লেনোভোর এআই নাও ও লার্নিং জোনের মতো AI ফিচার্স অফার করবে।
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ (জেন ১০) ল্যাপটপের ১৪ ইঞ্চি মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ WUXGA ওলেড ডিসপ্লে রয়েছে, যেখানে ১৬ ইঞ্চি ডিসপ্লের মডেল আইপিএস বা ২.৮K রেজোলিউশন সহ ওলেড অপশনে উপলব্ধ। ব্যবহারকারীরা তাদের সুবিধামতো টাচ ও নন-টাচ ভেরিয়েন্ট নির্বাচন করতে পারবেন। উভয় মডেলেই অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন এবং ৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস রয়েছে।
এই ল্যাপটপগুলি রাইজেন এআই ৭ ৩৫০ (Ryzen AI 7 350) প্রসেসর দ্বারা চালিত, যা ৩২ জিবি পর্যন্ত ডিডিআর৫ র্যাম এবং ১ টিবি এম.২ এসএসডি স্টোরেজ সমর্থন করে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ১১। ভিডিয়ো কলের জন্য পাবেন ফুলএইচডি আইআর হাইব্রিড ক্যামেরা, ব্যাকলিট কীবোর্ড এবং একটি ৬০ ওয়াট আওয়ার ব্যাটারি।
কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে রয়েছে, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, এইচডিএমআই ২.১, এবং একটি হেডফোন/মাইক কম্বো। লেনোভো ল্যাপটপটিতে এআই টুল যোগ করেছে যেমন লেনোভো এআই নাও, যা লামা ৩ এর উপর ভিত্তি করে একটি এআই এজেন্ট। ব্যক্তিগতকৃত শিক্ষার জন্য লেনোভো লার্নিং জোনও মিলবে।
লেনোভো আইডিয়াপ্যাডের নতুন মডেলটির দাম ৯১,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে। এই ল্যাপটপ লুনা গ্রে এবং কসমিক ব্লু রঙে উপলব্ধ। লেনোভো ডট কম এক্সক্লুসিভ স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন রিটেলারদের কাছে পাওয়া যাচ্ছে। আবার কাস্টম টু অর্ডার (CTO) বিকল্প রেখেছে কোম্পানি, যা প্রসেসর, মেমোরি এবং স্টোরেজ কাস্টমাইজ করতে দেয়।
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
This website uses cookies.