লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Lenovo ThinkBook Plus Gen 6: গোলানো যাবে ডিসপ্লে, যুগান্তকারী ল্যাপটপ আনল Lenovo | Lenovo ThinkBook Plus Gen 6 Rollable AI Laptop Launched

Published on:

ল্যাপটপের দুনিয়ায় সুপরিচিত নাম Lenovo। কোম্পানি তার বৈচিত্র্যময় ডিভাইসের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এদিন বিশ্বের প্রথম রোল করা যায় এমন ল্যাপটপ প্রকাশ করল কোম্পানি। এতদিন ল্যাপটপের ডিসপ্লে ফিক্সড থাকত, এবার ডিসপ্লে রোল করার সুবিধা আনল লেনোভো। শীঘ্রই এটি বাজারে আসবে বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বের সবথেকে বড় টেক শো কনজিউমার ইলেকট্রিক শো- এ (CES 2025) এই ল্যাপটপ প্রকাশ করেছে লেনোভো। এই ইভেন্টে ব্র্যান্ডগুলি তাদের সর্বশেষ উদ্ভাবনী গ্যাজেট প্রকাশ করে থাকে। একাধিক যুগান্তকারী ডিভাইস লঞ্চ করা হয় এখানে। এই ইভেন্টে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে Lenovo ThinkBook Plus Gen 6 ল্যাপটপ। এটি একটি রোলেবেল ডিসপ্লের ল্যাপটপ।

READ MORE:  এক সাবস্ক্রিপশনে ১৭টি OTT অ্যাপ, Vodafone Idea ইউজারদের জন্য দারুন খবর

দু’বছর আগে এই ল্যাপটপের কনসেপ্ট প্রকাশ করে লেনোভো। অবশেষে CES 2025 ইভেন্টে তাদের প্রোটোটাইপ প্রকাশ করল কোম্পানি। এই ল্যাপটপে রয়েছে একটি 16.7 ইঞ্চি OLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 400 নিটস। রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। সম্পূর্ণরূপে খুললে, স্ক্রিনটি 5:4 এর অনুপাতের সাথে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ হয়, যা 8:9 পর্যন্ত প্রসারিত হতে পারে।

READ MORE:  ভারতবর্ষের জন্য বড় মাইলফলক, মারুতি সুজুকির মেড ইন ইন্ডিয়া গাড়ি বিক্রি হচ্ছে জাপানে

ল্যাপটপের কিবোর্ডে একটি বিশেষ বাটন রয়েছে, যা দিয়ে স্ক্রিন সাইজ কম বেশি করতে পারবেন ইউজাররা। অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ইন্টেল কোর আল্ট্রা সিরিজ 2 চিপসেট, 32GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ। এছাড়াও পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ক্যামেরা। টেক মহলে জল্পনা, ল্যাপটপটি 3,499 ডলারে লঞ্চ হতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 3 লক্ষ টাকার সমান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  আধার কার্ড থাকলে কয়েক মিনিটেই হয়ে যাবে প্যান কার্ড! জানুন এই সহজ পদ্ধতি
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.