লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Lenovo Yoga Solar AI Laptop: যুগান্তকারী প্রযুক্তি Lenovo-র, চলে এল বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত AI ল্যাপটপ | Lenovo Yoga Solar Personal Computer

Published on:

বার্সেলোনায় অনুষ্ঠিত ২০২৫ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, যা বিশ্বের সবথেকে বড় টেক ইভেন্ট হিসাবে পরিচিত, সেখানে দুনিয়ার প্রথম সোলার চালিত ল্যাপটপ প্রকাশ করল লেনোভো। পার্সোনাল কম্পিউটিংয়ে এই ডিভাইস এক নতুন মানদন্ড স্থাপন করবে বলে দাবি কোম্পানির। এই পার্সোনাল কম্পিউটারে রয়েছে একগুচ্ছ এআই ফিচার। তবে সবথেকে বড় আকর্ষণ, এটির সৌরশক্তি চালিত প্রযুক্তি।

Lenovo Yoga Solar Personal Computer : বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত এআই ল্যাপটপ

ল্যাপটপের দুনিয়ায় ক্রমাগত উন্নতি করে চলেছে লেনোভো, যার প্রমাণ আগের উদ্ভাবনগুলি যেমন – Yoga Pro 9i Aura এডিশন এবং IdeaPad Slim 3x। এবার Yoga Solar PC কনসেপ্ট প্রকাশ করে কার্যত তাক লাগাল কোম্পানিটি। লেনোভোর মতে, এআই উদ্ভাবনের মাধ্যমে অগ্রগতি এবং সৃজনশীলতার কোনও সীমাবদ্ধতা থাকে না।

READ MORE:  ইন্টেল i7 পর্যন্ত প্রসেসর সহ Acer আনল প্রোফেশনাল ল্যাপটপ, দাম শুরু ৩৯,৪৯০ টাকা থেকে | Acer TravelLite TL15-53M Professional Laptop Launched in India

Lenovo Yoga Solar ল্যাপটপ : ফিচার

লেনোভো যোগা সোলার পিসি কনসেপ্ট একটি উচ্চ-দক্ষতাসম্পন্ন সৌর প্যানেলকে তুলে ধরে। এতে বিশেষ ‘ব্যাক কন্টাক্ট সেল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মাউন্টিং ব্র্যাকেট এবং গ্রিডলাইনগুলি সেলগুলিকে ল্যাপটপে স্থানান্তরিত করে, যার মাধ্যমে সৌরশক্তি শোষণ করা সম্ভব। কোম্পানির দাবি, মাত্র ২০ মিনিট সরাসরি সূর্যলোক থেকে আসা তাপের মাধ্যমে ১ ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো দেখা যাবে।

READ MORE:  পাল্টে যাবে ভারত! আম্বানি ও আদানি এবার ৫০ হাজার কোটি বিনিয়োগ করে বিশাল উদ্যোগ নিল

প্রসঙ্গত, এটির আগের মডেল অর্থাৎ Yoga Pro 9i Aura এডিশন হল ১৬ ইঞ্চির একটি ল্যাপটপ, যেখানে রয়েছে একটি Intel Core Ultra প্রসেসর এবং একটি RTX 5070 GPU। এর PureSight Pro ট্যান্ডেম OLED ডিসপ্লে নির্ভুল রঙের অভিজ্ঞতা প্রদান করে। ব্যবহারকারীর চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, এমন এআই বৈশিষ্ট্য যোগ করা হয়েছে ল্যাপটপে।

READ MORE:  অপেক্ষা শেষ! Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra এর সেল শুরু হবে এই দিন থেকে, দেখুন ফিচার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.