Lenovo Yoga Tab Plus & Idea Tab Pro Launch: শক্তিশালী প্রসেসর সহ 10,200mah ব্যাটারি, একসাথে দুটি দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল Lenovo | Lenovo Yoga Tab Plus and Idea Tab Pro Launch Price

Lenovo একজোড়া দুর্দান্ত অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চের ঘোষণা করল। সংস্থার নতুন দুই ট্যাবের নাম Yoga Tab Plus এবং Idea Tab Pro। উভয় মডেলেই 2944 x 1840 রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এমন বিশাল ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য দুই ট্যাবেই মিলবে পাওয়ারফুল 10,200 এমএএইচ ব্যাটারি। Yoga Tab Plus একটি প্রিমিয়াম ট্যাবলেট যা অত্যাধুনিক ফিচার্স পছন্দ এমন গ্রাহকদের জন্য। অন্যদিকে, Idea Tab Pro ভাল বৈশিষ্ট্যযুক্ত একটি সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট।

READ MORE:  Vivo Pad 4 Pro Specification: এপ্রিলে বড় ধামাকা, বিশাল 12,000mAh ব্যাটারির দুর্ধর্ষ ট্যাবলেট লঞ্চ করছে Vivo | Vivo Pad 4 Pro Launch Date in April

Lenovo Yoga Tab Plus স্পেসিফিকেশন ও দাম

লেনোভো যোগা ট্যাব প্লাসের 12.7-ইঞ্চি ডিসপ্লে 3K রেজোলিউশন, অ্যান্টি-রিফ্লেক্টিভ প্রযুক্তি, এবং 900 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। এই ট্যাবে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর, 16 জিবি র‍্যাম, এবং 512 জিবি স্টোরেজ আছে। স্ন্যাপড্রাগন প্রসেসরের মাধ্যমে AI ক্ষমতা পায় এই ট্যাবলেট। এটি 20 TOPS পর্যন্ত AI কার্যক্ষমতা প্রদান করে।

লেনোভো এআই নোট রাইটিং অ্যাসিস্ট্যান্ট ও একাধিক ভাষায় ভয়েস টু টেক্সট ট্রান্সস্কিপ্ট ফিচার রয়েছে ট্যাবে। অন্যান্য হাইলাইটের মধ্যে ডুয়াল ক্যামেরা (ফ্রন্ট ও ব্যাকে 13 মেগাপিক্সেল সেন্সর), Android 15 সফটওয়্যার, হার্মান কার্ডন স্পিকার, ওয়াই-ফাই 7, 45W ফাস্ট চার্জিং উল্লেখযোগ্য। লেনোভো যোগা ট্যাব প্লাসের দাম 700 ডলার (প্রায় 60,500 টাকা) রাখা হয়েছে।

READ MORE:  Lenovo Legion LM60 Launched: পকেটে থাকবে ওয়াইফাই, ১৫০ এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ চমৎকার ডিভাইস আনল Lenovo | Lenovo Legion LM60 Price

Lenovo Idea Tab Pro স্পেসিফিকেশন ও দাম

লেনোভো আইডিয়া ট্যাব প্রো 12.7 ইঞ্চি ডিসপ্লে, 3K রেজোলেউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিটস ব্রাইটনেস, মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 প্রসেসর, 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, JBL স্পিকার সহ ডলবি এটমোস সিস্টেম, Android 14 সফটওয়্যার, ও 45W ফাস্ট চার্জিং অফার করে। দাম 350 ডলার (30,200 টাকা)। লেনোভো ভারতে ট্যাব দুটি কবে লঞ্চ করবে তা এখনও জানায়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Flipkart Monumental Republic Day 2025 Sale: স্মার্টফোন সহ দরকারি সমস্ত প্রোডাক্টে ছাড়, শুরু হচ্ছে ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল | Flipkart monumental republic day 2025 sale discount offer
Scroll to Top