লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Lenskart Internship 2025: বিনামূল্যে ইন্টার্নশিপ করিয়ে চাকরি দিচ্ছে Lenskart, প্রতি মাসে মিলবে মোটা স্টাইপেন্ড | Lenskart Job

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সেরা খবর। যারা পড়াশোনার পাশাপাশি ভিডিও এডিটিং অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য দারুণ সুযোগ এনেছে দেশের অন্যতম জনপ্রিয় অপটিক্যাল ব্র্যান্ড লেন্সকার্ট (Lenskart Internship 2025)। তারা এবার ভিডিও এডিটিং ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণ করছে। জানা যাচ্ছে, এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে মোটা অঙ্কের স্টাইপেন্ড দেওয়া হবে, এমনকি সার্টিফিকেট ও সুপারিশপত্রও দেওয়া হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কী কী দায়িত্ব পালন করতে হবে, ইত্যাদি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

লেন্সকার্ট সংস্থা সম্পর্কে তথ্য | Lenskart Internship 2025 |

চশমার জগতে আধুনিক প্রযুক্তি এনে লেন্সকার্ট পুরো ভারতের মার্কেট রূপকেই বদলে দিয়েছে। সূত্রের খবর, গত দুই বছরে সংস্থাটি ১০০% এর বেশি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে এগিয়ে রয়েছে। এর পাশাপাশি বর্তমানে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং ব্যাঙ্গালোরে লেন্সকার্টের অফিস রয়েছে, যেখানে ৩৭০০ এর বেশি কর্মচারী কাজ করছেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কী কী দায়িত্ব পালন করতে হবে এই ইন্টার্নশিপে?

বেশ কিছু সূত্র বলছে, এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ নির্বাচিত প্রার্থীদের কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রথমত, অরিজিনাল ক্লিপ এবং ফুটেজকে জুড়ে উচ্চমানের ভিডিও তৈরি করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন টিমের সঙ্গে সহযোগিতার মাধ্যমে প্রোজেক্টের লক্ষ্য পূরণে সাহায্য করতে হবে। তৃতীয়ত, পোস্ট প্রোডাকশনের প্রতিটি ধাপের ভিডিও এক্সপোর্টে সহায়তা করতে হবে। এছাড়া ইন্সট্রাগ্রাম রিলস, কভার ডিজাইনের মত কাজ করতে হবে।

READ MORE:  Aditya Birla Internship 2025: মাসে ১৫ হাজার, বেকারদের কাজের সুবর্ণ সুযোগ দিচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ | Aditya Birla Group Internship

কোথায় এই ট্রেনিংটি হবে?

যে সমস্ত প্রার্থীরা এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নিতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি গুরগাঁও এর লেন্সকার্ট অফিসে অনুষ্ঠিত হবে। সেখানে থেকেই এই ট্রেনিংটি নিতে হবে।

ইন্টার্নশিপের মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ হবে দুই মাস। অর্থাৎ, দুই মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে প্রতিটি প্রার্থীকে।

স্টাইপেন্ড এবং অন্যান্য সুবিধা

যেমনটা জানা যাচ্ছে, এই ইন্টার্নশিপে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ২ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। তবে দক্ষতা এবং অবদানের ভিত্তিতে এই স্টাইপেন্ড নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি প্রার্থীকে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে সাহায্য করবে।

READ MORE:  BCCI Recruitment: নয়া কোচ খুঁজছে BCCI | BCCI Recruiting Spin Bowling Coach

কীভাবে আবেদন করবেন?

যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটের ভিজিট করতে হবে। এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

তবে জানিয়ে রাখি, এখানে ২২ মে, ২০২৫ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নাহলে আবেদন গ্রহণ করা হবে না।

READ MORE:  BEL Recruitment 2025: শুরুতেই বেতন ৪০ হাজার, প্রচুর শূন্যপদে নিয়োগ BEL-এ! বাংলার সব জেলা থেকেই আবেদন | Bharat Electronics Ltd Recruitment

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.