LIC-এর আশ্চর্যজনক স্কিম, প্রতিদিন ৪৫ টাকা বাঁচিয়ে পেয়ে যান ২৫ লাখ টাকা

আজকালকার দিনে প্রত্যেক এই তার উপার্জনের কিছু অংশ সঞ্চয় করতে চান এবং এমন জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে বিনিয়োগ করলে একটা বিশাল তহবিল সংগ্রহ করা যেতে পারে এবং অর্থ সুরক্ষিত থাকে। দেশের বৃহত্তম বীমা সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সঞ্চয় প্রকল্পগুলি নিরাপত্তা এবং রিটার্ন দুই ক্ষেত্রেই কিন্তু খুবই ভালো। এলআইসি সমস্ত বয়সের লোকেদের জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়ে এসেছে যেখানে আপনি অল্প পরিমানে বিনিয়োগ করেও একটা বিশাল টাকা সংগ্রহ করতে পারেন। এরকমই একটি প্রকল্প হল এলআইসি জীবন আনন্দনীতি, যেখানে বিনিয়োগ করলে আপনি ২৫ লক্ষ টাকা পর্যন্ত তহবিল তৈরি করতে পারবেন। মাত্র ৪৫ টাকা করে বিনিয়োগ করলেই আপনি ২৫ লক্ষ টাকা পেয়ে যেতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের পর। চলুন তাহলে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

READ MORE:  টানা ছয়দিন চলবে কাজ, বাংলায় ফের বাতিল একাধিক ট্রেন! তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল

আপনি যদি কম প্রিমিয়ামে নিজের জন্য একটা বড় তহবিল সংগ্রহ করতে চান, তাহলে জীবন আনন্দ নীতি আপনার জন্য একটা দুর্দান্ত প্রকল্প হয়ে উঠতে পারে। এটি একটি মেয়াদী পরিকল্পনার মত প্রকল্প, যেখানে আপনাকে প্রতি মাসে টাকা জমা করতে হবে। যতদিন পর্যন্ত আপনার পলিসি বলবৎ থাকবে, ততদিন পর্যন্ত আপনাকে প্রিমিয়াম দিতে হবে। এই প্রকল্পে পলিসি ধারী শুধুমাত্র একটি না, একাধিক ম্যাচিউরিটির সুবিধা পেয়ে থাকেন। এলআইসি এই প্রকল্পে সর্বনিম্ন এক লক্ষ টাকা বিনিয়োগের সীমা নিশ্চিত করেছে। তবে এখানে কোন সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করা হয়নি।

READ MORE:  বলতে পারবেন দেশের প্রথম বিদ্যুৎ-চালিত লোকাল ট্রেন কবে, কোথায় চলেছিল?

কিভাবে ৪৫ টাকা জমা করে ২৫ লক্ষ টাকা আয় করবেন?

আপনি প্রতিমাসে যদি ১৩৫৮ টাকা করে জমা করেন, তাহলে কিন্তু আপনি এলআইসি জীবন আনন্দ পলিসিতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে প্রতিদিন ৪৫ টাকা করে সেভ করতে হবে। আপনি যদি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে দৈনিক ৪৫ টাকা করে সঞ্চয় করতেই হবে। তাহলেই আপনি ৩৫ বছর ধরে টানা প্রিমিয়াম দিলে, ২৫ লক্ষ টাকার তহবিল তৈরি করতে পারবেন। বার্ষিক ভিত্তিতে দেখতে গেলে আপনাকে প্রতিবছর ১৬ হাজার ৩০০ টাকা করে বিনিয়োগ করতে হবে।

কোন ট্যাক্স ছাড় নেই, কিন্তু রয়েছে অন্যান্য বেনিফিট

আপনারা যারা ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের জীবন আনন্দ পলিসি গ্রহণ করেছেন, তারা কিন্তু এই প্রকল্পের অধীনে কোনরকম কর ছাড়ের সুবিধা পাবেন না। তবে যদি আমরা অন্যান্য সুবিধার ব্যাপারে কথা বলি, তাহলে এই প্রকল্পে আপনারা চার ধরনের রাইডার বেনিফিট পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ এন্ড ডিজেবিলিটি রাইডার, এক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ টার্ম ইন্সুরেন্স রাইডার, এবং নিউ ক্রিটিকাল বেনিফিট রাইডার। এই পলিসিতে শুধুমাত্র ডেথ বেনিফিট যোগ করা হয়েছে। অর্থাৎ, যদি পলিসি ধারক কোন কারনে মারা যান, তাহলে ওই ব্যক্তির পলিসির ১২৫ শতাংশ পর্যন্ত ডেথ বেনিফিট পাবেন ওই ব্যক্তির পরিবার।

READ MORE:  জানুয়ারির মধ্যে রাজ্যে তৈরি হবে তিন পুলিশ ব্যাটেলিয়ন, নির্বাচনের আগে মমতার মাস্টারস্ট্রোক 

Scroll to Top