LIC-র এই প্ল্যানে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন!
মাত্র ১ হাজার টাকা করে বিনিয়োগ করে কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন! সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিবাহ—বাবা-মায়ের দুশ্চিন্তা থাকবেই। এবার সেই চাপ কমাতে ভারতের সরকারি বিমা সংস্থা LIC নিয়ে এসেছে একটি নতুন স্কিম। যেখানে প্রতি মাসে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে মোটা অঙ্কের রিটার্ন সহ বাড়তি সুবিধা পাবেন। বিস্তারিত জানুন এখানে।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) ভারতীয় নাগরিকদের জন্য নানান বিমা পলিসি নিয়ে আসে। এবার তারা কন্যাদান পলিসির আওতায় একটি নতুন স্কিম চালু করেছে, যেখানে প্রতি মাসে মাত্র ১০০০ টাকা সঞ্চয় করে মেয়াদ শেষে বড় অঙ্কের রিটার্ন পাওয়া যাবে।
LIC-এর কন্যাদান পলিসিতে বিনিয়োগ করলে বাবা-মায়ের দুশ্চিন্তা অনেকটাই কমবে। এই স্কিম অনুযায়ী, যদি প্রতি মাসে ১০০০ টাকা সঞ্চয় করা হয়, তাহলে বছরে মূলধন হবে ১২,০০০ টাকা। নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ ২৫ বছর পর সুদ-আসল মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে।
এই স্কিমে বিনিয়োগ করতে হলে কিছু যোগ্যতার শর্ত মানতে হবে—
কন্যার বয়স: ন্যূনতম ১ বছর হতে হবে।
পলিসি গ্রহণকারীর বয়স: কমপক্ষে ৩০ বছর বা তার বেশি হতে হবে।
প্রতিমাসে মাত্র ১০০০ টাকা সঞ্চয় করেই মেয়াদ শেষে ১৫ লক্ষ টাকা পাওয়া যাবে।
আকর্ষণীয় কর সুবিধা – এই পলিসিতে বিনিয়োগ করলে ভারত সরকারের আয়কর আইন ৮০C ধারায় কর ছাড় পাওয়া যাবে।
নিরাপদ বিনিয়োগ – LIC ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য বিমা সংস্থা, ফলে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।
LIC-এর এই কন্যাদান পলিসিতে বিনিয়োগ করতে চাইলে দুটি উপায় রয়েছে—
অনলাইনে – LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারেন।
অফলাইনে – নিকটবর্তী LIC অফিসে গিয়ে বা বিশ্বস্ত LIC এজেন্টের মাধ্যমে আবেদন করতে পারেন।
আজই বিনিয়োগ করুন এবং আপনার কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করুন!
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
iQOO Z10 ফোনটিতে শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে…
সুমন পাত্র, কলকাতা: তরুণ প্রজন্মের কাছে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। তবে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৮শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ…
আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব…
This website uses cookies.