LIC Internship 2025: মাসে ৩০ হাজার টাকা, বেকারদের কাজের সুবর্ণ সুযোগ দিচ্ছে LIC | Life Insurance Corporation Internship
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। স্নাতক ডিগ্রী অর্জনকারী বা সদ্য স্নাতক পাস করা যুবক-যুবতীদের জন্য আজকের প্রতিবেদনটি। হ্যাঁ, দেশের অন্যতম বড় এবং সরকারী মালিকাধীন জীবনে বীমা সংস্থা LIC-র তরফ থেকে এবার প্রচুর শূন্যপদে বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
জানলে অবাক হবেন, এই ইন্টার্নশিপ (LIC Internship 2025) ট্রেনিং চলাকালীন প্রার্থীদের প্রতি মাসে 30 হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। শুধু তাই নয়, ট্রেনিং শেষে প্রার্থীদের দেওয়া হবে সার্টিফিকেট এবং সুপারিশপত্র, যা দিয়ে ভবিষ্যতে চাকরির আবেদন করা যাবে। চলুন ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ভারতের সবথেকে বৃহত্তম রাষ্ট্রীয় জীবনবীমা সংস্থা। 1956 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ইতিমধ্যে 245টির বেশি বেসরকারি বীমা সংস্থা ও প্রভিডেন্ট সোসাইটির সঙ্গে এটি কাজ করছে। বর্তমানে এই সংস্থার গ্রাহক সংখ্যা 29 কোটিরও বেশি। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, এখানে যেকোন বিষয়ে স্নাতক পাস করার ছাত্র-ছাত্রীরা যারা বীমা বা মার্কেটিং ভিত্তিক কাজ করতে আগ্রহী, তারা আবেদন করতে পারবে।
এখানে যারা ইন্টার্নশিপের জন্য সিলেক্ট হবে, তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রথমত, নতুন গ্রাহকদের কাছে বীমা পরিষেবা এবং পরিকল্পনাগুলি তুলে ধরতে হবে। দ্বিতীয়ত, বর্তমান গ্রাহকদের পলিসি সম্পর্কিত পরিষেবা দিতে হবে এবং সংস্থার জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করতে হবে।
এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ছয় মাসের জন্য অনুষ্ঠিত হবে। তবে জানিয়ে রাখি, ছয় মাস অফিসে উপস্থিত থেকে এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নিতে হবে।
যে সমস্ত প্রার্থীরা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের আহমেদাবাদ শহরে অনুষ্ঠিত হবে।
আগেই বলা হয়েছে, LIC ইন্টার্নশিপে যারা নিযুক্ত হবে তাদেরকে প্রতি মাসে 30 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, প্রতিমাসে 16 হাজার টাকা থেকে 30 হাজার টাকা স্টাইপেন্ড তো পাবেনই, সঙ্গে দেওয়া হবে সার্টিফিকেট ও সুপারিশপত্র। এগুলি ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সাহায্য করবে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন সেরে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন করতে পারবেন
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ 11 মে, 2025 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
আবেদন করুন- Apply Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।
ঘোষণা মতো আজ লঞ্চ হল Oppo K12s স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা…
Apple সম্প্রতি ভারতে সস্তা আইফোন মডেল হিসেবে iPhone 16e লঞ্চ করেছে। এই মডেলটি এখন সস্তায়…
হুয়াওয়ে একপ্রকার চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন Huawei Enjoy 80 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ (DA Case) মামলার আজ গুরুত্বপূর্ণ শুনানি…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩শে এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আপনি যদি ১২ হাজার টাকার কমে 5G ফোন খুঁজে থাকেন তাহলে Realme Narzo N65 5G…
This website uses cookies.