LIC Kanyadan Policy: মেয়ের বয়স ২৫ হলেই পাবেন ২২.৫ লক্ষ টাকা, LIC এবার আনল সেরা স্কিম | Life Insurance Corporation Policy For Girl Child

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে নিজের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করা। কিন্তু অনেক বাবা-মা অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারে না। বর্তমান সময়ে সন্তানের শিক্ষা, বিয়ে এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের কথা মাথায় রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের অন্যতম জনপ্রিয় বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation) নিয়ে এসেছে কন্যাদান পলিসি, যা কিনা কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দারুণ একটি বিকল্প।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

LIC কন্যাদান পলিসি কী? LIC Kanyadan Policy |

LIC কন্যাদান পলিসি মূলত কন্যা সন্তানের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য একটি বিনিয়োগ প্রকল্প। এই পলিসিতে বিনিয়োগ করলে মেয়ের ২৫ বছর বয়স হলেই ২২.৫ লক্ষ টাকা পর্যন্ত ফান্ড পাওয়া যায়। এই স্কিমের মাধ্যমে মেয়ের উচ্চশিক্ষা তো হয়ই, পাশাপাশি বিবাহ সংক্রান্ত সব খরচ সামলানো যায়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি আপনার কন্যা সন্তানের বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে হয় তাহলেই এই পলিসিতে বিনিয়োগ করা যাবে। তবে এক্ষেত্রে আরেকটি শর্ত রয়েছে। বিনিয়োগকারীর পিতার বয়স ৫০ বছরের কম হতে হবে।

READ MORE:  Unified Pension Scheme: ৪৫,০০০ বেসিক স্যালারি হলে নয়া পেনশন সিস্টেমে মিলবে কত? দেখে নিন হিসেব | Unified Pension Scheme Calculation for Rs 45000 Basic pay with 53 Percent DA

পলিসির সময়সীমা এবং বিনিয়োগের নিয়মাবলী

এই পলিসির মেয়াদ থাকে সাধারণত ১৩ বছর থেকে ২৫ বছর পর্যন্ত। তবে এই পলিসির সবথেকে বড় সুবিধা হল, প্রতিমাস বা তিন মাস অন্তর বা ছয় মাস অন্তর বা এক বছর অন্তর আপনি প্রিমিয়াম হিসেবে এই পলিসিতে টাকা জমা দিতে পারবেন। এর পাশাপাশি তিন বছর পর এই পলিসির বিরুদ্ধে লোন নেওয়ার সুযোগ থাকবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শুধু এখানেই শেষ নয়, দুই বছর পর যদি কেউ এই পলিসি বন্ধ করে দেয় তাহলে সুদসহ সমস্ত টাকা ফেরত পাওয়া যাবে। তবে জানিয়ে রাখি, যদি কোন কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রিমিয়াম জমা দেওয়া সম্ভব না হয়, তাহলে ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়। এই ৩০ দিনের মধ্যে টাকা জমা দিলে কোন জরিমানা করা হয় না।

READ MORE:  ডিএ বৃদ্ধি, ঘাটাল মাস্টার প্ল্যান, বিনামূল্যে স্মার্টফোন! আর কী কী সুবিধা মিললো রাজ্যের বাজেটে?

বিনিয়োগ করলে কী পরিমাণ টাকা মিলবে?

যদি LIC-এর এই পলিসিতে ২৫ বছর ধরে প্রতি মাসে ৩৪৪৭/- টাকা করে বিনিয়োগ করেন তাহলে বছরে ৪১,৩৬৭/- টাকা জমা হবে। এর জন্যে আপনাকে ২২ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে। বাকি তিন বছর জমা দেওয়া লাগবে না। মেয়ের বয়স একবার ২৫ হলেই ২২.৫ লক্ষ টাকা পাওয়া যাবে। 

দুর্ঘটনা বা পিতার মৃত্যুতে অতিরিক্ত সুবিধা

LIC-এর এই পলিসির অন্যতম বৈশিষ্ট্য হল বীমা সুবিধা। যদি পলিসি চলাকালীন পিতার কোনভাবে মৃত্যু হয় তাহলে পুরো টাকা তার স্ত্রী, অর্থাৎ কন্যার মা পাবেন। এছাড়া অতিরিক্ত হিসাবে মেয়ের জন্য ১ লক্ষ টাকা বীমা সুবিধাও দেওয়া হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, যদি কোন দুর্ঘটনার কারণে পিতার মৃত্যু হয়, তাহলে মেয়ের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে। 

READ MORE:  Gold Silver Price Today: হু হু করে বাড়ছে দাম! আজকের সোনা, রুপোর দর কত? Today Gold And Silver Price

তাই বর্তমান যুগে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে LIC কন্যদান পলিসি আপনার জন্য বিনিয়োগের সেরা একটি বিকল্প হতে পারে। শুধু এটি বিনিয়োগের জন্য নয়, এটি একটি সুরক্ষা বলয় হিসাবে কাজ করে, যা ভবিষ্যতে মেয়েদের প্রয়োজনীয় খরচ বহন করতে সাহায্য করবে। যারা মেয়ের জন্য দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা খুঁজছিলেন তারা নিশ্চিন্তে এই পলিসির কথা ভাবতে পারেন।

Scroll to Top