লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

LIC Pension Plan: একবার বিনিয়োগে মাসে ২০০০০ পেনশন, দুর্দান্ত প্ল্যান নিয়ে এল LIC | Life Insurance Corporation Pension Plan

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, কিন্তু সঠিক উপায় খুঁজে পাচ্ছেন না? তাহলে এলআইসির এই পেনশন প্ল্যান (LIC Pension Plan) আপনার জন্য হতে পারে সেরা বিকল্প। ভারতীয় জীবন বীমা নিগম সংস্থা (Life Insurance Corporation) এমন একটি পেনশন প্ল্যান নিয়ে এসেছে, যেখানে এককালীন বিনিয়োগ করলে আপনি আজীবন প্রতিমাসে ২০ হাজার টাকা করে পেনশন পাবেন। অবসরের পর সচ্ছল জীবনযাপন নিশ্চিত করতে এই প্ল্যানটি দারুন একটি বিকল্প।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এখন প্রশ্ন হল কীভাবে এই প্ল্যানে বিনিয়োগ করলে আপনি প্রতি মাসে ২০ হাজার টাকা করে পেনশন পাবেন? কী কী সুবিধা হয়েছে প্ল্যানে? কারা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

LIC-এর পেনশন প্ল্যান | LIC Pension Plan |

LIC মূলত বিভিন্ন ধরনের পেনশন প্ল্যান অফার করে থাকে, যার মধ্যে LIC জীবন শান্তি প্ল্যান (Jeevan Shanti Plan) এবং LIC সরল পেনশন প্ল্যান (Saral Pension Plan) অত্যন্ত জনপ্রিয়। এই প্ল্যানগুলির মাধ্যমে আপনি গ্যারান্টেড মাসিক পেনশন পাবেন এবং এখনে আপনার বিনিয়োগের উপর নির্ভর করে এককালীন বা পর্যায়ক্রমিক সুবিধা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, গ্যারান্টেড পেনশনে বিনিয়োগ অনুযায়ী নিশ্চিত মাসিক পেনশন পাওয়া যায় এবং এককালীন বিনিয়োগে একবার টাকা জমা দিলে আজীবন পেনশন পাওয়া যায়। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শুধু এখানেই শেষ নয়। অবিলম্বে বা নির্দিষ্ট সময় পরে এই পেনশন শুরু করার বিকল্পও রয়েছে। এছাড়া পলিসিহোল্ডারের মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী এই পেনশন পেতে পারবেন। LIC-এর এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলিতে অর্থ বিনিয়োগ করলে তার অবর্তমানে নমিনি পেনশন পাবেন।

READ MORE:  কম বিনিয়োগে মোটা আয়, ছাদে শুরু করুন 'ডেজার্ট রোজ'-র ব্যবসা, আর তাকাতে হবে না ঘুরে

যোগ্যতা এবং বিনিয়োগের পরিমাণ

LIC-এর এই পেনশন স্কিমে বিনিয়োগ করতে হলে নূন্যতম বয়স লাগে ৩০ বছর এবং সর্বোচ্চ বয়স লাগে ৮৫ বছর। তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, এখানে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১.৫ লক্ষ টাকা। অর্থাৎ, ১.৫ লক্ষ টাকার কম আপনি বিনিয়োগ করতে পারবেন না। পলিসির মেয়াদ আজীবন বা লাইফটাইম হয়ে থাকে। গ্রাহকদের সুবিধার্থে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক ভিত্তিতে এখানে বিনিয়োগ করা যায়।

READ MORE:  Gold And Silver Price Today: বছরের দ্বিতীয় দিনে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল সোনা, রুপোর দাম! আজকের রেট | APR 16 Todays Gold And Silver Price

কত টাকা বিনিয়োগ করে ২০ হাজার টাকা পেনশন পাবেন?

মাসিক ২০ হাজার টাকা পেনশন নিশ্চিত করতে আপনার বিনিয়োগের অঙ্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে আপনার বিনিয়োগের পরিমাণ নির্ভর করবে অ্যানুইটি রেটের উপরে। সাধারণভাবে তাৎক্ষণিক পেনশনে ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে অবিলম্বে পেনশন পাওয়া যায়। শুধু তাই নয়, স্বামী বা স্ত্রীর মৃত্যুর পরেও এই পেনশন পাওয়া যাবে। এর পাশাপাশি রয়েছে বিলম্বিত পেনশন, যেখানে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১০ বছর পর থেকে পেনশন শুরু হবে। 

LIC-এর পেনশন প্ল্যানের প্রধান সুবিধা

LIC-এর এই পেনশন প্ল্যানগুলির প্রধান সুবিধা হল- আপনার পেনশন এখানে নির্দিষ্ট পরিমাণে গ্যারান্টেড থাকবে এবং বাজারের ওঠানামার ওপর কোনো রকম নির্ভর করবে না। কিছু প্ল্যানে বিনিয়োগ করা অর্থ তার নমিনি ফিরে পাবে, যা পারিবারিক আর্থিক সুরক্ষা প্রদান করে। শুধু তাই নয়, স্বামী বা স্ত্রী বেঁচে থাকলে তারাও পেনশন পাবেন। ফলে পরিবার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। এই প্ল্যানগুলির অন্যতম সুবিধা হল এখানে Income Tax Act-এর Section 80CCC অনুযায়ী বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যাবে।

READ MORE:  স্মার্টফোন কেনার আগে অবশ্যই এই জিনিসগুলি দেখে কিনুন, নাহলে টাকা জলে যাবে

কীভাবে LIC পেনশন প্ল্যান কিনবেন?

LIC পেনশন প্ল্যান কেনার জন্য বা এখানে বিনিয়োগ করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে LIC-এর অফিশিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী LIC অফিসে যান। 
  • এরপর সঠিক পেনশন প্ল্যান নির্বাচন করুন, যা আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত। 
  • সর্বপ্রথম LIC-এর অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করে মাসিক পেনশন নির্ণয় করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা দিন। 
  • এরপর এককালীন প্রিমিয়াম প্রদান করুন। এটি আপনি অনলাইনেও প্রদান করতে পারবেন বা অফিসে গিয়েও দিতে পারবেন। 
  • বিনিয়োগ করা হলে পলিসি ডকুমেন্ট সংগ্রহ করুন এবং পেনশন উপভোগ করা শুরু করুন। 

LIC-এর এই পেনশন স্কিমের সুবিধাগুলি জেনে হয়ত নিশ্চিত হয়েছেন যে, এটি একটি নির্ভরযোগ্য আয়ের উৎস হতে পারে। তাই যারা নির্দিষ্ট মাসিক পেনশন নিশ্চিত করতে চান তাদের জন্য এটি সেরা একটি বিকল্প। বিশেষ করে যারা চাকরির পরে পেনশন পাননা বা স্বাধীনভাবে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি দারুন একটি স্কিম।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.