LIC Pension Plan: LIC-র পেনশন প্ল্যানে মিলবে ৬টি দারুণ সুবিধা | Life Insurance Corporation Smart Pension Plan

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনার অবসর জীবনকে স্বাছন্দ্যময় করতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এলআইসি এর নতুন স্মার্ট পেনশন প্রকল্প (LIC Smart Pension Plan) নিয়ে এসেছে এবার সেই সুযোগ। ভারতের বৃহত্তম জীবন সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) সম্প্রতি ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ একটি স্মার্ট পেনশন প্ল্যান চালু করেছে। এটি এককালীন প্রিমিয়াম একটি স্কিম, যা একক এবং যৌথ উপায় জীবন বীমার জন্য বেশ আকর্ষণীয় সুবিধা দিচ্ছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এক কথায় এলআইসি এর এই নতুন পেনশন প্ল্যানটি অবসরকালীন জীবনকে আর্থিকভাবে সুরক্ষিত করার জন্যই তৈরি করা হয়েছে, যেখানে এককালীন বিনিয়োগের মাধ্যমে আজীবন পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। চলুন এই পেনশন প্ল্যানের ৬টি সুবিধা সম্পর্কে জেনে নিই।

READ MORE:  LIC Premium: এক বছরে LIC-র নয়া বীমার প্রিমিয়াম কমল ৪ হাজার কোটি | LIC's New Insurance Premiums Reduced

এককালীন বিনিয়োগে আজীবন পেনশন

এই প্ল্যানে একবার বিনিয়োগ করলেই হবে। অর্থাৎ, একবার বিনিয়োগ করলেই আপনি সারা জীবন পেনশন পাবেন। যারা অবসরের পর আর্থিক দুশ্চিন্তামুক্ত হতে চান, তাদের জন্য এটি একটি সেরা বিকল্প।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

একক ও যৌথ উভয় ধরনের জীবনবীমা সুবিধা

এই পেনশন প্ল্যানটিতে রয়েছে ২ ধরনের বিকল্প। যেখানে একক জীবন বা যৌথ জীবন উভয়ক্ষেত্রেই আপনি বিনিয়োগ করতে পারেন। যৌথ জীবনের ক্ষেত্রে আবেদনকারীর মৃত্যুর পরেও তার সঙ্গী বা নমিনি পেনশন পেতে থাকবেন।

READ MORE:  অ্যান্ড্রয়েডের ফিচার ধার করলো আইফোন, চলে এল গুগলের জনপ্রিয় “Circle to Search” ফিচার | How to use Apple iPhone usr Use Google Circle

লিকুইডিটি সুবিধা

এলআইসির এই প্ল্যানে আংশিক বা সম্পূর্ণ টাকা তোলার সুযোগ থাকছে। অর্থাৎ, জরুরি প্রয়োজনে আপনি আপনার বিনিয়োগ থেকে টাকা তুলে নিতে পারবেন।

নমনীয় পেনশন প্রদান ব্যবস্থা

গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী এখানে পেনশন গ্রহণ করতে পারবে। অর্থাৎ মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন পাওয়া যাবে। এটি আপনার আর্থিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। 

বড় বিনিয়োগে ছাড়

সব থেকে বড় সুবিধা হল এই প্ল্যানে সর্বনিম্ন বিনিয়োগ মূল্য ১ লক্ষ টাকা। তবে বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই। যারা বেশি পরিমাণে বিনিয়োগ করবে তারা বেশি ডিসকাউন্ট পাবে এবং বেশি পরিমাণে পেনশন পাবে।

READ MORE:  Government Employee: পোয়া বারো সরকারি কর্মীদের, বকেয়া মেটাতে ১৪,০০০ কোটি টাকা মঞ্জুর! মিলবে DA, DR | Government Of Punjab Big Announcement

NPS গ্রাহকদের জন্য সুবিধা

যে সমস্ত কর্মচারীরা ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) অন্তর্ভুক্ত তারা এই প্ল্যানটির মাধ্যমে তাৎক্ষণিক পেনশন পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ, সাধারণ মানুষের জন্য এক কথায় অনবদ্য এই প্ল্যানটি।

তাই আপনার অবসর জীবনকে যদি আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে চান এবং মাসিক আয় নিশ্চিত করতে চান, তাহলে এলআইসি স্মার্ট পেনশন প্রকল্প হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। তাই বুঝেশুনে বিনিয়োগ করুন এবং ভবিষ্যতকে সুরক্ষিত রাখুন।

Scroll to Top