LIC Pension Plan: LIC-র পেনশন প্ল্যানে মিলবে ৬টি দারুণ সুবিধা | Life Insurance Corporation Smart Pension Plan
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনার অবসর জীবনকে স্বাছন্দ্যময় করতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এলআইসি এর নতুন স্মার্ট পেনশন প্রকল্প (LIC Smart Pension Plan) নিয়ে এসেছে এবার সেই সুযোগ। ভারতের বৃহত্তম জীবন সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) সম্প্রতি ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ একটি স্মার্ট পেনশন প্ল্যান চালু করেছে। এটি এককালীন প্রিমিয়াম একটি স্কিম, যা একক এবং যৌথ উপায় জীবন বীমার জন্য বেশ আকর্ষণীয় সুবিধা দিচ্ছে।
এক কথায় এলআইসি এর এই নতুন পেনশন প্ল্যানটি অবসরকালীন জীবনকে আর্থিকভাবে সুরক্ষিত করার জন্যই তৈরি করা হয়েছে, যেখানে এককালীন বিনিয়োগের মাধ্যমে আজীবন পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। চলুন এই পেনশন প্ল্যানের ৬টি সুবিধা সম্পর্কে জেনে নিই।
এই প্ল্যানে একবার বিনিয়োগ করলেই হবে। অর্থাৎ, একবার বিনিয়োগ করলেই আপনি সারা জীবন পেনশন পাবেন। যারা অবসরের পর আর্থিক দুশ্চিন্তামুক্ত হতে চান, তাদের জন্য এটি একটি সেরা বিকল্প।
এই পেনশন প্ল্যানটিতে রয়েছে ২ ধরনের বিকল্প। যেখানে একক জীবন বা যৌথ জীবন উভয়ক্ষেত্রেই আপনি বিনিয়োগ করতে পারেন। যৌথ জীবনের ক্ষেত্রে আবেদনকারীর মৃত্যুর পরেও তার সঙ্গী বা নমিনি পেনশন পেতে থাকবেন।
এলআইসির এই প্ল্যানে আংশিক বা সম্পূর্ণ টাকা তোলার সুযোগ থাকছে। অর্থাৎ, জরুরি প্রয়োজনে আপনি আপনার বিনিয়োগ থেকে টাকা তুলে নিতে পারবেন।
গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী এখানে পেনশন গ্রহণ করতে পারবে। অর্থাৎ মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন পাওয়া যাবে। এটি আপনার আর্থিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে।
সব থেকে বড় সুবিধা হল এই প্ল্যানে সর্বনিম্ন বিনিয়োগ মূল্য ১ লক্ষ টাকা। তবে বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই। যারা বেশি পরিমাণে বিনিয়োগ করবে তারা বেশি ডিসকাউন্ট পাবে এবং বেশি পরিমাণে পেনশন পাবে।
যে সমস্ত কর্মচারীরা ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) অন্তর্ভুক্ত তারা এই প্ল্যানটির মাধ্যমে তাৎক্ষণিক পেনশন পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ, সাধারণ মানুষের জন্য এক কথায় অনবদ্য এই প্ল্যানটি।
তাই আপনার অবসর জীবনকে যদি আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে চান এবং মাসিক আয় নিশ্চিত করতে চান, তাহলে এলআইসি স্মার্ট পেনশন প্রকল্প হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। তাই বুঝেশুনে বিনিয়োগ করুন এবং ভবিষ্যতকে সুরক্ষিত রাখুন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ হোলির পর দুইদিন মূল্য পতনের পর ফের আজ সোনার দাম (Gold Price)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। সেই অনুশোচনা…
ভারতের নির্বাচন পদ্ধতি ঘিরে একাধিক বিতর্কে বহুদিন ধরে চলে আসছে। ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, মৃত…
মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল iQOO Neo 10R। আর আজ এটি প্রথমবার সেলে বিক্রির…
ভারতীয় টেলিকম বাজারে BSNL সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে। জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া…
প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে গতকাল অর্থাৎ মঙ্গলবার শেষ হল ২০২৪-২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS…
This website uses cookies.