LIC Premium: এক বছরে LIC-র নয়া বীমার প্রিমিয়াম কমল ৪ হাজার কোটি | LIC's New Insurance Premiums Reduced
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় ধাক্কা খেল সরকারি বিমা সংস্থা LIC! জানা যাচ্ছে, ভারতে বেসরকারি বিমা সংস্থা গুলির রমরমা বাজারের মাঝেই এক বছরে লাইফ ইন্সুরেন্স কোম্পানির নতুন পলিসি প্রিমিয়ামের পরিমাণ 4 হাজার কোটি টাকারও বেশি কমেছে। হ্যাঁ, সম্প্রতি প্রকাশিত বেশকিছু রিপোর্ট এমন ভয়ঙ্কর তথ্যই সামনে এনেছে।
ভারতের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বেসরকারি বিমা সংস্থাগুলি। মূলত অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছে নানান পলিসি নিয়ে হাজির হয় অসরকারি সংস্থাগুলি। আর সেই কারণেই, অতিরিক্ত রিটার্নের লোভে বেসরকারি বিমা কোম্পানি গুলিতে নিজেদের খাতা খোলেন গ্রাহকরা।
যার জেরে বছরের পর বছর ধরে বেসরকারি বিমা কোম্পানিগুলি নিজেদের মুনাফা অর্জন করলেও একপ্রকার মুখ থুবড়ে পড়েছে ভারতের অন্যতম সরকারি বিমা সংস্থা LIC। রিপোর্ট বলছে, 2022 সাল থেকে 2023 পর্যন্ত গোটা দেশের সর্ববৃহৎ বিমা সংস্থার নতুন বিমা প্রিমিয়াম ছিল প্রায় 33 হাজার কোটি টাকা।
সূত্র বলছে, গত 1 বছরের মেয়াদে তা কমে 29 হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এক কথায় কমেছে মোট প্রিমিয়াম বৃদ্ধির হারও। তবে সরকারি বিমা সংস্থার বাজারে মন্দা থাকলেও রমরমিয়ে ব্যবসা করছে বিভিন্ন বেসরকারি জীবন বিমা সংস্থাগুলি।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারত সরকারের লাইফ ইন্সুরেন্স কোম্পানির নতুন প্রিমিয়ামের পরিমাণ কমে যাওয়ার মাঝেই কমপক্ষে সাড়ে 4 শতাংশ প্রিমিয়াম বেড়েছে ভারতের বেসরকারি জীবন বিমা সংস্থাগুলির। শোনা যাচ্ছে, এই প্রিমিয়ামের পরিমাণও নাকি প্রায় ছুঁয়ে ফেলেছে LIC-কে। কাজেই একথা কার্যত স্পষ্ট যে, সরকারি বিমা সংস্থা গুলিকে ছেড়ে বেসরকারি সংস্থাগুলিতে গ্রাহকদের ঝোঁক অনেকটাই বেড়েছে।
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, বেসরকারি লাইফ ইন্সুরেন্স কোম্পানিগুলির রমরমা বাজারের মাঝেই নাকি মাত্র 1 বছরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাইফ প্রিমিয়াম 18 শতাংশ কমে গিয়েছে। তবে শুধু SBI নয়, শোনা যাচ্ছে, Axis-এর জীবন বিমার প্রিমিয়ামও অনেকটাই কমেছে। বদলে ICICI ও Bajaj সংস্থার জীবন বিমার প্রিমিয়ামের পরিমাণ বেড়েছে অনেকটাই।
অবশ্যই পড়ুন: ওপেনে কোহলি, KKR-কে চেপে ধরতে সাংঘাতিক দল সাজাচ্ছে RCB! কেমন হবে প্রথম একাদশ?
বর্তমানে ভারতের সরকারি বিমা সংস্থা LIC-কে নিয়ে দেশবাসীর উদ্বেগ যথেষ্ট বেড়েছে। শোনা যাচ্ছে, ভারতে বেসরকারি বিমা সংস্থাগুলির তুমুল বাজার সত্বেও মধ্যবিত্তের একটা বড় অংশ এখনও জীবন বীমার অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে LIC-কেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। এমন আবহে লাইফ ইন্সুরেন্স কোম্পানির প্রিমিয়ামের পরিমাণ কেন কমছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
যদিও LIC-র ব্যবসায় ঘাটতি কেন হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের জবাব দিতে পারছে না সরকার। এমতবস্থায় এও শোনা যাচ্ছে, প্রিমিয়াম কমে আসায় LIC-র 3 শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনায় রয়েছে কেন্দ্র।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.