LIC Saral Pension Plan: অবসর জীবন হবে সুখের, একবার বিনিয়োগেই প্রতিমাসে ১২০০০ টাকা পেনশন দেবে LIC | Life Insurance Corporation Pension Plan
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি নির্ঝঞ্ঝাটভাবে নিজের অবসর জীবন কাটাতে ইচ্ছুক? ভালো আর্থিক উৎস খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এমনিতে সেভিংস প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো ক্ষেত্রে কাজ করার সময়, প্রায় সকলেই সম্পূর্ণ প্রস্তুতি নেন যাতে অবসর গ্রহণের পরে তাদের অর্থের জন্য চিন্তা করতে না হয়। আজও, বেশিরভাগ চাকরিতে মানুষের জন্য পেনশনের কোনও ব্যবস্থা নেই। সেই কারণেই আজ আমরা আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে বলতে চলেছি যেখান থেকে আপনি অনায়াসেই ভালো রকমের টাকা উপার্জন করতে পারবেন।
এই স্কিমে বিনিয়োগ করার পর, আপনি প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন পেতে পারবেন অবসরের পর। এই প্রকল্পটি ভারতীয় বীমা কর্পোরেশন অর্থাৎ জীবন বীমা কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। এর নাম এলআইসি সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan)। চলুন জেনে নেবেন কিভাবে আপনি এই পেনশনে প্রতি মাসে ১২ হাজার টাকা পাবেন।
LIC-এর সরল পেনশন প্ল্যানে, আপনাকে শুধুমাত্র একবারই বিনিয়োগ করতে হবে। এর পরে আপনি প্রতি মাসে ১২০০০ টাকা পেনশন পেতে শুরু করবেন। শুধুমাত্র ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন। তাই শুধুমাত্র ৮০ বছর বয়স পর্যন্ত ভারতীয় নাগরিকরা এতে বিনিয়োগ করতে পারবেন। LIC-এর এই পলিসিতে, বার্ষিকী কিনতে হবে। যার মধ্যে একজনকে ত্রৈমাসিকের জন্য কমপক্ষে ৩ হাজার টাকা, অর্ধ বছরের জন্য ৬ হাজার টাকা এবং পুরো বছরের জন্য ১২ হাজার টাকা বার্ষিকী নিতে হবে।
আপনি যদি মাসিক পেনশন চান তাহলে আপনাকে ১০০০ টাকার বার্ষিকী কিনতে হবে। যদি আপনি বার্ষিক পেনশন চান, তাহলে এর জন্য আপনাকে ১২ হাজার টাকার বার্ষিকী কিনতে হবে।
এই LIC পলিসিতে, আপনাকে একবারই প্রিমিয়াম দিতে হবে। তবে এর জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি। আপনি যত খুশি প্রিমিয়াম দিতে পারেন। আপনার পেনশন সেই অনুযায়ী নির্ধারিত হবে। এতে আপনাকে বার্ষিক কমপক্ষে ১২০০০ টাকার বার্ষিকী কিনতে হবে। আপনি যদি এই পলিসিতে এককালীন ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাহলে আপনি প্রতি মাসে ১২৩৮৮ টাকা পেনশন হিসেবে পাবেন।
LIC-এর এই পলিসি কিনতে, আপনাকে LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in-এ যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে এই পলিসির জন্য আবেদন করতে হবে। আমরা আপনাকে বলি যে এই পলিসির অধীনে আপনি ঋণের জন্যও আবেদন করতে পারবেন।
বি. দ্র: প্রতিদিন বাজারে উত্থান-পতন হয়। আর সেদিকে তীক্ষ্ণ নজর রেখেই কোথাও বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। আগামী দিনে নিজের দায়িত্বে কোথাও আর্থিক বিনিয়োগ করতে পারেন। কারণ কোনোরকম আর্থিক ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে না Indiahood.in
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন সোনার দাম (Gold Price) রেকর্ড স্পর্শ করছে। আজও সোনার…
পাসপোর্টের (Passport) নিয়ম কঠোর করেছে রাজ্য সরকার। যাচাইয়ের জন্য লাগবে নতুন মোবাইল অ্যাপ। কোনও অসুবিধায়…
ওয়ানপ্লাস এর নতুন ফোন শীঘ্রই বাজারে হৈচৈ ফেলতে চলেছে। আমরা কথা বলছি OnePlus 13T নিয়ে।…
২৯ মার্চ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার বিচারে। কারণ আজ হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ, যা এই…
শ্বেতা মিত্র, কলকাতাঃ মধ্যবিত্তদের জন্য রইল বিরাট খবর। আগামী কয়েকদিনের মধ্যে সকলে স্বস্তি পেলেও পেতে…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ এখন চলছে ‘Month End Mobile Festival’ সেল। এই সেল আগামী ৩১…
This website uses cookies.