লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

LIC Scheme: প্রতি মাসে নিশ্চিত ৯৩৭৫ টাকা আয়, LIC-র নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে দুর্দান্ত লাভ | Lic Monthly Scheme

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে কেমন হবে? হ্যাঁ, এবার দেশের প্রবীণ নাগরিকদের জন্য বিরাট সুখবর নিয়ে আসলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC Scheme)। LIC সম্প্রতি এমন একটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যেখানে সিনিয়র সিটিজেনদের নির্দিষ্ট মাসিক আয় দেওয়া হচ্ছে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সূত্র বলছে, এই স্কিমটি বিশেষভাবে তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা অবসর নেওয়ার পর আর্থিকভাবে সুরক্ষা চান এবং বাজারের ওঠানামার ঝুঁকির থেকেও মুক্তি পেতে চান। চলুন আজকের প্রতিবেদনে এই স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই।

সিনিয়র সিটিজেনদের জন্য মিলছে বিশেষ সুবিধা

LIC-র এই নয়া স্কিমটি 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য। সাধারণ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো এই স্কিমটি শুধুমাত্র সঞ্চয় করাবে না, বরং প্রতি মাসে নিশ্চিত আয় দেবে। হ্যাঁ, সিনিয়র সিটিজেনদের মাসিক খরচ সামলাতে সাহায্য করবে এই স্কিম। আর এই স্কিমের মাধ্যমে আর্থিক সুরক্ষাও নিশ্চিত থাকবে। ফলে অবসর জীবনে কোনরকম আর্থিক সংকটের মুখেও পড়তে হবে না। এমনকি সাধারণ ব্যাংকের এফডির তুলনায় এই স্কিমে অনেক বেশি সুদ দেওয়া হচ্ছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আবেদন করার জন্য যোগ্যতা

LIC-র এই স্কিমে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে স্বাস্থ্যগতভাবে ফিট থাকতে হবে। পাশাপাশি বৈধ কেওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র থাকতে হবে।

READ MORE:  ব্যাঙ্ক ছেঁড়া নোট নিতে অস্বীকার করছে? ছেঁড়া নোট থাকলে এই কাজগুলি করুন

LIC সিনিয়র সিটিজেন এফডি স্কিমের বিশেষ সুবিধা

LIC-র নতুন এই এফডি স্কিমটি সিনিয়র সিটিজেনদের আর্থিক সুবিধা প্রদান করছে। প্রথমত এই স্কিমটি প্রত্যেক মাসে নিশ্চিত আয় প্রদান করছে, যা কোনভাবে বাজারের ওঠানামার সঙ্গে সম্পর্কিত নয়। ফলে সিনিয়র সিটিজেনরা আজীবন আর্থিকভাবে স্বাধীন থাকতে পারবে। দ্বিতীয়ত এই স্কিমে ব্যাঙ্কের তুলনায় উচ্চ হারে সুদ পাওয়া যাচ্ছে, যা ভালো অংকের রিটার্ন দেবে। 

READ MORE:  কৃষকরা এই কার্ড বানালেই পাবেন ৬০০০ টাকা, এখনই এভাবে আবেদন করুন

সব থেকে বড় ব্যাপার, যদি কেউ এই স্কিমে বিনিয়োগ করেন এবং তার পরিবর্তে ঋণ নিতে চায়, তাহলে সেটিও সম্ভব। তবে এই ঋণের সুবিধা একটি নির্দিষ্ট সময় পর পাওয়া যাবে। পাশাপাশি যদি কোন কারণে আগে টাকা উত্তোলনের প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট শর্ত মানলেই আগে থেকে টাকা তুলতে পারবেন। তবে হ্যাঁ, কিছু জরিমানা বা চার্জ কাটতে পারে।

এক নজরে হিসাব দেখে নিন

এই স্কিমের মাধ্যমে যে মাসিক আয় পাবেন, তা নির্ভর করবে সাধারণত আপনার বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদের উপর। প্রধানত এই স্কিমের পাঁচ থেকে দশ বছরের জন্য বিনিয়োগ করা যায় এবং এখানে 7.5% হারে সুদ দেওয়া হয়। সেই হিসাব ধরে-

  • 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 625 টাকা আয় হবে। 
  • 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 1250 টাকা আয় হবে। 
  • 3 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 1875 টাকা হবে। 
  • 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 3125 টাকা যাবে। 
  • 7.5 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 4687 টাকা আয় হবে। 
  • 10 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 6250 টাকা আয় হবে।
  • 15 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 9375 টাকা আয় হবে।
READ MORE:  Fixed Deposit: কোটি কোটি গ্রাহককে বিরাট ঝটকা দিল PNB! | Punjab National Bank Fixed Deposit Rate

কীভাবে আবেদন করবেন?

LIC-র এই স্কিমে আবেদন করার পদ্ধতিও খুব সহজ। শুধু নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে LIC-র কোন ব্রাঞ্চ বা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর সিনিয়র সিটিজেন এফডি স্কিমের আবেদন ফর্মটিকে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড, বয়সের প্রমাণপত্র ইত্যাদি সংযুক্ত করুন।
  • এরপর আপনার প্রয়োজন অনুযায়ী টাকা জমা দিন। 
  • মনে রাখবেন, চেক, ডিমান্ড ড্রাফট অথবা অনলাইনের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ জমা দিতে পারেন।
  • এরপর আবেদন অনুমোদিত হলে পলিসি ডকুমেন্ট এবং প্রতি মাসে আয় পাবেন।

এক কথায় LIC-র নতুন এফডি স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য এক আশীর্বাদ। যারা অবসর জীবনে আর্থিক সুরক্ষা খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। তাই যদি আপনি 60 বছর বা তার বেশি বয়সী হন, তাহলে এই স্কিমটিতে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.