LIC Scheme: প্রতি মাসে নিশ্চিত ৯৩৭৫ টাকা আয়, LIC-র নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে দুর্দান্ত লাভ | Lic Monthly Scheme
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে কেমন হবে? হ্যাঁ, এবার দেশের প্রবীণ নাগরিকদের জন্য বিরাট সুখবর নিয়ে আসলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC Scheme)। LIC সম্প্রতি এমন একটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যেখানে সিনিয়র সিটিজেনদের নির্দিষ্ট মাসিক আয় দেওয়া হচ্ছে।
সূত্র বলছে, এই স্কিমটি বিশেষভাবে তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা অবসর নেওয়ার পর আর্থিকভাবে সুরক্ষা চান এবং বাজারের ওঠানামার ঝুঁকির থেকেও মুক্তি পেতে চান। চলুন আজকের প্রতিবেদনে এই স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই।
LIC-র এই নয়া স্কিমটি 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য। সাধারণ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো এই স্কিমটি শুধুমাত্র সঞ্চয় করাবে না, বরং প্রতি মাসে নিশ্চিত আয় দেবে। হ্যাঁ, সিনিয়র সিটিজেনদের মাসিক খরচ সামলাতে সাহায্য করবে এই স্কিম। আর এই স্কিমের মাধ্যমে আর্থিক সুরক্ষাও নিশ্চিত থাকবে। ফলে অবসর জীবনে কোনরকম আর্থিক সংকটের মুখেও পড়তে হবে না। এমনকি সাধারণ ব্যাংকের এফডির তুলনায় এই স্কিমে অনেক বেশি সুদ দেওয়া হচ্ছে।
LIC-র এই স্কিমে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে স্বাস্থ্যগতভাবে ফিট থাকতে হবে। পাশাপাশি বৈধ কেওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র থাকতে হবে।
LIC-র নতুন এই এফডি স্কিমটি সিনিয়র সিটিজেনদের আর্থিক সুবিধা প্রদান করছে। প্রথমত এই স্কিমটি প্রত্যেক মাসে নিশ্চিত আয় প্রদান করছে, যা কোনভাবে বাজারের ওঠানামার সঙ্গে সম্পর্কিত নয়। ফলে সিনিয়র সিটিজেনরা আজীবন আর্থিকভাবে স্বাধীন থাকতে পারবে। দ্বিতীয়ত এই স্কিমে ব্যাঙ্কের তুলনায় উচ্চ হারে সুদ পাওয়া যাচ্ছে, যা ভালো অংকের রিটার্ন দেবে।
সব থেকে বড় ব্যাপার, যদি কেউ এই স্কিমে বিনিয়োগ করেন এবং তার পরিবর্তে ঋণ নিতে চায়, তাহলে সেটিও সম্ভব। তবে এই ঋণের সুবিধা একটি নির্দিষ্ট সময় পর পাওয়া যাবে। পাশাপাশি যদি কোন কারণে আগে টাকা উত্তোলনের প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট শর্ত মানলেই আগে থেকে টাকা তুলতে পারবেন। তবে হ্যাঁ, কিছু জরিমানা বা চার্জ কাটতে পারে।
এই স্কিমের মাধ্যমে যে মাসিক আয় পাবেন, তা নির্ভর করবে সাধারণত আপনার বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদের উপর। প্রধানত এই স্কিমের পাঁচ থেকে দশ বছরের জন্য বিনিয়োগ করা যায় এবং এখানে 7.5% হারে সুদ দেওয়া হয়। সেই হিসাব ধরে-
LIC-র এই স্কিমে আবেদন করার পদ্ধতিও খুব সহজ। শুধু নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
এক কথায় LIC-র নতুন এফডি স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য এক আশীর্বাদ। যারা অবসর জীবনে আর্থিক সুরক্ষা খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। তাই যদি আপনি 60 বছর বা তার বেশি বয়সী হন, তাহলে এই স্কিমটিতে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.