LIC Smart Pension Scheme: এক প্রিমিয়ামেই মালামাল! স্মার্ট পেনশন স্কিম চালু করল LIC | Life Insurance Corporation Smart Pension Plan
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চাকুরীজীবী থেকে শুরু করে ব্যবসায়ী দেশের একটা বড় অংশের মানুষের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম হাতিয়ার জীবন বীমা নিগম (Life Insurance Corporation) এর বিভিন্ন লাইফ ইন্সুরেন্স পলিসি স্কিম। একসাথে মোটা অঙ্ক যুগিয়ে উঠতে না পারায় সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক কিস্তিতে LIC স্কিমগুলিতে কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে রাখেন গ্রাহকরা।
মূলত মেয়াদ শেষ মোটা টাকা হাতে পাওয়ার লক্ষ্যেই LIC-তে টাকা রাখেন বিনিয়োগকারীরা। তবে সম্প্রতি গ্রাহকদের জন্য নতুন স্কিম (LIC Smart Pension Plan) নিয়ে হাজির হয়েছে লাইফ ইন্সুরেন্স সংস্থা। জানা যাচ্ছে, এবার থেকে আর মাসে মাসে কিস্তি মেটানোর ঝক্কি পোয়াতে হবে না। এক প্রিমিয়ামেই মিটবে কাজ। হ্যাঁ, গ্রাহকদের জন্য একেবারে নতুন পেনশন স্কিম নিয়ে হাজির হয়েছে LIC। চলুন জেনে নেওয়া যাক, LIC-র স্মার্ট পেনশন স্কিম সম্পর্কে।
LIC তাদের গতানুগতিক পেনশন প্ল্যান গুলির নিয়ম থেকে বেরিয়ে এবার গ্রাহকদের জন্য একটি স্মার্ট প্ল্যান নিয়ে হাজির হয়েছে। যেখানে একজন গ্রাহক চাইলেই মাত্র একবার বিনিয়োগ করে মেয়াদ শেষে মোটা অঙ্ক ঘরে তুলতে পারবেন। সেক্ষেত্রে বলে রাখি, সংস্থাটি মাত্র একবারই গ্রাহকদের কাছে প্রিমিয়াম নেবে। এবং সেই নির্দিষ্ট অর্থের সাথে সুদ যোগ হয়ে পেনশন হিসেবে মাসে মাসে হাতে পাবেন বিনিয়োগকারীরা।
সংস্থা জানিয়েছে, এটি যেহেতু জীবন বীমার পেনশন স্কিম, তাই বর্তমানে প্রচলিত অন্যান্য স্কিম গুলির মতোই এর নিয়মটা এক। জানা যাচ্ছে, লাইফ ইন্সুরেন্স কোম্পানির এই স্মার্ট স্কিমের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। সেক্ষেত্রে গ্রাহকের সর্বোচ্চ বয়স হতে পারে 65 বা তার বেশি। এই বিষয়টি নির্ভর করবে মূলত পেনশনের ওপর।
বেশকিছু রিপোর্ট মারফত খবর, LIC যেহেতু তাদের এই স্মার্ট স্কিমটিতে মাত্র একবার বিনিয়োগের সুযোগ রেখেছে। তাই প্রিমিয়ামের অর্থটাও লাখের গন্ডি ছোঁবে। হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিছু নেই, সংস্থা জানিয়েছে গ্রাহকদের কথা মাথায় রেখেই অর্থের পরিমাণ খুবই কম রেখেছে তারা। জানা যাচ্ছে, এই স্মার্ট স্কিমটি নিতে হলে বিনিয়োগকারীদের ন্যূনতম 1 লাখ টাকা রাখলেই চলবে। তবে যদি কেউ এর থেকে বেশি টাকা রাখতে চান সেই সুবিধাও রেখেছে সংস্থা।
উল্লেখ্য, ন্যূনতম 1 লাখ অথবা তার থেকে বেশি অর্থ মাত্র একবার অর্থাৎ সিঙ্গেল টার্মে বিনিয়োগ করার পর LIC জীবন বিমা পলিসি অনুযায়ী স্কিমের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে সঞ্চিত অর্থ ও তার লভ্যাংশ গ্রাহকরা নিজেদের সুবিধা মতো তুলতে পারবেন।
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.