Light Phone 3: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বিশ্বের সবচেয়ে কমপ্যাক্ট স্মার্টফোন, লাইট ফোন ৩ কিনবেন নাকি | Light Phone 3 Launched and Price
যদি আপনি কমপ্যাক্ট সাইজের ফোন খোঁজ করে থাকেন, যা এক হাত দিয়ে সহজে চালানো যায়, তাহলে লাইটের নতুন ফোন আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে। সংস্থার তরফে Light Phone 3 আমেরিকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনে কল, টেক্সট, নেভিগেশন এবং অ্যালার্ম সহ বেশ কয়েকটি বেসিক ফিচার পাওয়া যাবে। ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩.৯২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ প্রসেসর। এতে ব্ল্যাক এবং হোয়াইট কালার মেনু ইন্টারফেস উপস্থিত।
লাইট ফোন ৩-এর মূল্য ৭৯৯ ডলার (প্রায় ৬৮,০০০ টাকা) রাখা হয়েছে। তবে, এটি সীমিত সময়ের জন্য ৫৯৯ ডলার (প্রায় ৫২,০০০ টাকা) মূল্যে বিক্রি হবে। আপাতত ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
লাইট ফোন ৩ ডুয়েল সিম (ন্যানো+ইসিম) সাপোর্ট সহ এসেছে এবং লাইটওএসে চলে। এতে ৩.৯২-ইঞ্চি (১০৮০x১২৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। এতে সহজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আছে, কিন্তু ক্যামেরা থেকে তোলা ছবি রঙিন হবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ চিপসেট, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার সেন্সর উপস্থিত, যা ১২ মেগাপিক্সেল ডিফল্ট ইমেজ আউটপুট দেয়। এতে পাশে দুটি শাটার বাটনও আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: যে হারে সড়ক দুর্ঘটনার পরিমাণ অহরহ বাড়ছে, তার রাশ টানতে প্রায় সময়েই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স হয়েছে আন্দ্রে রাসেলের। শরীরে বার্ধক্যের ছাপও খানিকটা পরিষ্কার। তবে দৈহিক কসরত…
ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে এবার তীর্থভ্রমণ করতে আর খরচের চিন্তা নেই। ট্রেনে চেপে গোটা দেশ…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজার দিনের পর দিন লাফিয়ে বাড়ছে। নবরাত্রির চতুর্থ দিনে ২৪ ক্যারেট…
iQOO Z10 ভারতে ১০ই এপ্রিল লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা বিশাল ৭,৩০০ এমএএইচ…
রামনবমীর আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে নবান্ন (Nabanna) থেকে পুলিশ কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা…
This website uses cookies.