যদি আপনি কমপ্যাক্ট সাইজের ফোন খোঁজ করে থাকেন, যা এক হাত দিয়ে সহজে চালানো যায়, তাহলে লাইটের নতুন ফোন আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে। সংস্থার তরফে Light Phone 3 আমেরিকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনে কল, টেক্সট, নেভিগেশন এবং অ্যালার্ম সহ বেশ কয়েকটি বেসিক ফিচার পাওয়া যাবে। ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩.৯২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ প্রসেসর। এতে ব্ল্যাক এবং হোয়াইট কালার মেনু ইন্টারফেস উপস্থিত।
Light Phone 3 এর দাম
লাইট ফোন ৩-এর মূল্য ৭৯৯ ডলার (প্রায় ৬৮,০০০ টাকা) রাখা হয়েছে। তবে, এটি সীমিত সময়ের জন্য ৫৯৯ ডলার (প্রায় ৫২,০০০ টাকা) মূল্যে বিক্রি হবে। আপাতত ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
Light Phone 3 এর স্পেসিফিকেশন ও ফিচার
লাইট ফোন ৩ ডুয়েল সিম (ন্যানো+ইসিম) সাপোর্ট সহ এসেছে এবং লাইটওএসে চলে। এতে ৩.৯২-ইঞ্চি (১০৮০x১২৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। এতে সহজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আছে, কিন্তু ক্যামেরা থেকে তোলা ছবি রঙিন হবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ চিপসেট, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার সেন্সর উপস্থিত, যা ১২ মেগাপিক্সেল ডিফল্ট ইমেজ আউটপুট দেয়। এতে পাশে দুটি শাটার বাটনও আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।