Light Phone 3: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বিশ্বের সবচেয়ে কমপ্যাক্ট স্মার্টফোন, লাইট ফোন ৩ কিনবেন নাকি | Light Phone 3 Launched and Price
যদি আপনি কমপ্যাক্ট সাইজের ফোন খোঁজ করে থাকেন, যা এক হাত দিয়ে সহজে চালানো যায়, তাহলে লাইটের নতুন ফোন আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে। সংস্থার তরফে Light Phone 3 আমেরিকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনে কল, টেক্সট, নেভিগেশন এবং অ্যালার্ম সহ বেশ কয়েকটি বেসিক ফিচার পাওয়া যাবে। ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩.৯২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ প্রসেসর। এতে ব্ল্যাক এবং হোয়াইট কালার মেনু ইন্টারফেস উপস্থিত।
লাইট ফোন ৩-এর মূল্য ৭৯৯ ডলার (প্রায় ৬৮,০০০ টাকা) রাখা হয়েছে। তবে, এটি সীমিত সময়ের জন্য ৫৯৯ ডলার (প্রায় ৫২,০০০ টাকা) মূল্যে বিক্রি হবে। আপাতত ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
লাইট ফোন ৩ ডুয়েল সিম (ন্যানো+ইসিম) সাপোর্ট সহ এসেছে এবং লাইটওএসে চলে। এতে ৩.৯২-ইঞ্চি (১০৮০x১২৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। এতে সহজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আছে, কিন্তু ক্যামেরা থেকে তোলা ছবি রঙিন হবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ চিপসেট, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার সেন্সর উপস্থিত, যা ১২ মেগাপিক্সেল ডিফল্ট ইমেজ আউটপুট দেয়। এতে পাশে দুটি শাটার বাটনও আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দি। তবে শোনা…
সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা এমন একটি শহর যার ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যস্ত জীবনযাত্রা গোটা দেশে…
This website uses cookies.