Lottery Horoscope: জিততে পারেন কোটি টাকা! এপ্রিলের প্রথম সপ্তাহে লটারি ভাগ্য ৭ রাশির | Lottery Horoscope Prediction
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসে লটারি (Lottery) কাটবেন? ভাগ্য সহায় আছে তো? লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা কীভাবে বুঝবেন? ভাগ্য পরীক্ষা না করে লটারি কাটা কিন্তু নেহাৎ বোকামো। জ্যোতিষ শাস্ত্র বলছে, এপ্রিলের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে অর্থ প্রাপ্তি রয়েছে। লটারি কেটে লক্ষী লাভের সম্ভাবনা রয়েছে অনেকেরই। কোটিপতি হয়ে চান নিশ্চই! জেনে নিই আপনার রাশির অবস্থা।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি সপ্তাহে মিথুন রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ জ্যোতিষবিদরা বলছেন, এ মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে লটারি কাটলে ভাগ্য ফিরবে মিথুনের।
এ সপ্তাহের প্রথমভাগে কর্কট রাশির ভাগ্যে একাধিক শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, 5 এপ্রিল পর্যন্ত লটারি প্রাপ্তির যোগ রয়েছে কর্কটের।
চলতি সপ্তাহের প্রথম ভাগে ভাগ্যের দরজা খুলতে পারে সিংহ রাশির ব্যক্তিদের। তাই এই সময়ে লটারি কেটে অর্থলাভের সুযোগ হাতছাড়া করবেন না।
বৃশ্চিক রাশির ব্যক্তিরা এপ্রিলের প্রথম ভাগে লটারি কেটে দেখতে পারেন। চলতি সপ্তাহের 5 তারিখ পর্যন্ত লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহের প্রথম ভাগ যথেষ্ট শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে মোটা অঙ্ক লাভের সম্ভাবনা রয়েছে ধনু রাশির।
চলতি সপ্তাহের একেবারেই প্রথম দিকে অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে লটারি কেটে মোটা টাকা ঘরে তুলতে পারেন কুম্ভ রাশির ব্যক্তিরা। তাই সুযোগ হাতছাড়া করবেন না।
গত মাসে শনি গোচর হয়েছে মীন রাশিতে। তাই এপ্রিলের প্রথম ভাগে শুভ সময় চলবে মীন রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, 5 এপ্রিল পর্যন্ত লটারিতে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির।
চলতি সপ্তাহের প্রথম ভাগটা অত্যন্ত দুর্ভাগ্যের হতে চলেছে মেষ রাশির ব্যক্তিদের। এই সময় ভুলেও লটারি কাটার কথা ভাববেন না।
এপ্রিলের প্রথম সপ্তাহটা কন্যা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করছেন জ্যোতিষবিদরা। এই সময়ে অর্থ লগ্নী সংক্রান্ত কোনও পদক্ষেপ না নেওয়াই ভাল।
তুলা রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহে লটারির প্রতি ঝোঁক অর্থহানীর কারণ হয়ে উঠতে পারে। তাই এপ্রিলের প্রথম সপ্তাহে ভুলেও লটারি কাটার কথা মাথাতেও আনবেন না।
এপ্রিলের প্রথম সপ্তাহ মকর রাশির জন্য অত্যন্ত মধ্যম প্রকৃতির। এই সময়ে খুব ইচ্ছে হলে তবেই অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
অবশ্যই পড়ুন: মুম্বইয়ের কাছে হেরে খাদের কিনারায় KKR! বিরাট ক্ষতি রাহানেদের
চলতি সপ্তাহের প্রথম ভাগটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই সময় লটারির প্রতি খুব একটা ঝোঁক না দেখানোই ভাল। তবে খুব ইচ্ছে হলে অল্প অঙ্কের দু-একটা লটারি কেটে দেখতে পারেন।
আজকের সময়ে আধার কার্ড শুধু পরিচয়পত্র নয়, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর একটি। সিম কার্ড কেনা,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) এক নির্দেশেই বৃহস্পতিবার চাকরিহারা হয়েছেন রাজ্যের 26 হাজার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি একজন গেমার? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ই-স্পোর্টস জগতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের শুরুতেই আবহাওয়াবিদরা আশঙ্কা করেছিল যে মার্চ থেকে ব্যাপক গরম পড়বে রাজ্য…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেশ স্বাধীনের জন্য যেমন একাধিক বিপ্লবী নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন ঠিক তেমনই…
সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকারের এক বড়সড় আর্থিক ক্ষতির তথ্য সামনে এনেছে Comptroller and Auditor…
This website uses cookies.