Lottery Horoscope: লটারি কেটে লক্ষ্মীলাভ ৭ রাশির, এপ্রিলের তৃতীয় সপ্তাহে হবে ধনবর্ষা | April 3rd Week Lottery Yog
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কাটার কথা ভেবেও পিছিয়ে আসেন? ভাগ্য একেবারে সহায় নেই? লটারির মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয়গুলি একান্তই নির্ভর করে ভাগ্যচক্রের ওপর। যাঁর ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে, তাঁর হাতেই ওঠে কোটি টাকা। কিন্তু কীভাবে বুঝবেন কখন লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিমাসেই ভাগ্য বদলায় বিভিন্ন রাশির। চলতি সপ্তাহেও লটারি কেটে ভাগ্য ফিরেছে অনেকেরই। এপ্রিলের তৃতীয় সপ্তাহ কেমন যাবে? আদৌ লটারি যোগ রয়েছে আপনার? জেনে নিন চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 13 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত কোন কোন রাশির ভাগ্যে রয়েছে অর্থ যোগ।
এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভাগ্য সহায় হবে মিথুন রাশির ব্যক্তিদের। এই সময়ে লটারি কেটে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে।
এপ্রিলের তৃতীয় সপ্তাহের একেবারে প্রথম ভাগে লটারি কেটে ভাগ্য বদলের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ব্যক্তিদের। কাজেই এই সময়ে লক্ষীলাভের সুযোগ হাতছাড়া করবেন না।
এপ্রিলের তৃতীয় সপ্তাহ সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভকর হতে চলেছে। এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখাই যায়।
এপ্রিলের তৃতীয় সপ্তাহের একেবারে মাঝামাঝি সময় লটারি কেটে লক্ষ্মী লাভ হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের। তবে সপ্তাহের প্রথম এবং শেষভাগে লটারি কাটার কথা মাথাতেও আনবেন না।
এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভাগ্য ভাল যাবে ধনু রাশির। এই সময় লটারি কেটে মোটা টাকা ঘরে তুলতে পারেন।
কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে যেকোনও দিন লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন।
এপ্রিলের তৃতীয় সপ্তাহ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় নিয়ে হাজির হবে। কাজেই লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার সাহস দেখাতেই পারেন।
এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভুলেও লটারি কাটতে যাবেন না মেষ রাশির ব্যক্তিরা। এই সময় অর্থ লাভের তুলনায় ক্ষতির আশঙ্কা বেশি।
বৃষ রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ অত্যন্ত মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই সময় লটারি থেকে বিরত থাকাই শ্রেয়।
কন্যার ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ অত্যন্ত অশুভ হতে চলেছে। এই সময়ে অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি থেকে বিরত থাকাই ভাল।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তুলা রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ একেবারেই শুভ নয়। এই সময়ে লটারি কেটে লাভের বদলে লোকসানের সম্ভাবনা বেশি।
অবশ্যই পড়ুন: KKR সদস্যের ওপর রেগে লাল ধোনি! দেখতেই বললেন ‘গদ্দার এসেছে’
এপ্রিলের তৃতীয় সপ্তাহে লটারির পাশাপাশি যেকোনও অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভেবেচিন্তে এগোনো উচিত মকর রাশির ব্যক্তিদের। এই সময়ে অর্থহানীর প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
সহেলি মিত্র, কলকাতাঃ হাতে মাত্র আর কয়েক ঘণ্টা, ব্যস তারপরেই তুমুল ঝড়-বৃষ্টির দাপট শুরু হবে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
This website uses cookies.