Lottery Horoscope: মার্চের তৃতীয় সপ্তাহে ভাগ্য বদল! লটারি কেটে কোটিপতি হবেন এই ৭ রাশি | 16 March To 22 March Lottery Prediction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা করতে চান? মোটা অঙ্কের লোভে চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। এমন অনেকেই রয়েছেন যারা মূলত জ্যোতিষ শাস্ত্রের ওপর নির্ভর করে রাশির যোগ দেখে তবেই লটারি কাটেন। তাতে লাভবানও হন তারা। সেক্ষেত্রে বলে রাখি, মার্চের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 16 থেকে 22 মার্চ পর্যন্ত বেশ কিছু রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে। তবে অর্থহানীর সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি রাশির। দেখে নিন তালিকা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

অর্থ প্রাপ্তির যোগ রয়েছে মিথুনের

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মার্চের তৃতীয় সপ্তাহে মিথুন রাশির ব্যক্তিরা লটারি কেটে দেখতে পারেন। এই সময় আর্থিক যোগ লক্ষ্য করা যাচ্ছে।

ভাল সময় কর্কটের

মার্চের তৃতীয় সপ্তাহের প্রথম ভাগটা বেশ ভাল যাবে কর্কট রাশির। সপ্তাহের এই সময়ে ইচ্ছে থাকলে লটারি কেটে দেখতে পারেন।

সপ্তাহের শেষে ভাগ্য খুলবে সিংহের

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চের তৃতীয় সপ্তাহের একেবারে শেষভাগ শুভ হতে চলেছে। মূলত এই সময়ে লটারি লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

বৃশ্চিকের ভাগ্য ভাল

মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যমভাগ বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে নিজেদের ভাগ্য পরীক্ষা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।

গোটা সপ্তাহ ভাল যাবে ধনুর

ধনু রাশির ব্যক্তিদের জন্য মার্চের তৃতীয় সপ্তাহের পুরোটাই শুভ হতে চলেছে। এই সময়ে ধনু রাশির জাতক জাতিকাদের লটারি প্রার্থীর যোগ দেখা যাচ্ছে। তাই অল্প অঙ্কের লটারি কেটে লাভবান হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।

সময় ভাল কুম্ভেরও

মার্চ মাসের তৃতীয় সপ্তাহের যেকোনও দিন লটারি কেটে লাভবান হওয়ার সুযোগ রয়েছে কুম্ভ রাশির ব্যক্তিদের। অভিজ্ঞ জ্যোতিষ বিদদের মতে, মার্চের এই সময়টা কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ।

READ MORE:  Ajker Rashifal 14 February: আজকের রাশিফল, ১৪ই ফেব্রুয়ারি: দেবী অন্নপূর্ণার আশীর্বাদে কপাল খুলে যাবে এই ৩ রাশির

মীন রাশির ভাগ্য কেমন?

মার্চের তৃতীয় সপ্তাহ মীন রাশির ব্যক্তিদের ভাল সময় যাবে। ভাগ্য পরখ করতে অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মার্চের তৃতীয় সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের একেবারেই লটারির প্রতি ঝোঁক দেখানো উচিত নয়। এই সময় অর্থহানীর সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

মার্চের তৃতীয় সপ্তাহ বৃষ রাশির ব্যক্তিদের জন্য খুব একটা ভাল না হলেও একেবারে খারাপও নয়। তৃতীয় সপ্তাহের মধ্যমভাগ থেকে শুরু করে শেষ ভাগে এই রাশির ব্যক্তিদের ভাগ্য মধ্যম প্রকৃতির হবে।

কন্যা রাশি

মার্চের তৃতীয় সপ্তাহ কন্যা রাশির ব্যক্তিদের জন্য যথেষ্ট জটিল হতে চলেছে। এই সময় আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি। ভুলেও মার্চের তৃতীয় সপ্তাহে লটারি কাটতে যাবেন না।

READ MORE:  March Lottery Prediction: লটারি কাটলেই ফিরবে ভাগ্য! মার্চের দ্বিতীয় সপ্তাহে লক্ষীলাভ হবে এই ৮ রাশির | March Lottery Horoscope

তুলা রাশি

মার্চের তৃতীয় সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের একেবারেই লটারি প্রাপ্তির সম্ভাবনা নেই। মার্চের এই সময়টা তুলা রাশির জন্য যথেষ্ট অশুভ।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জন্য মার্চের তৃতীয় ও শেষ সপ্তাহ খুব একটা ভাল যাবে না। এই সময় লটারি কাটা থেকে বিরত থাকাই শ্রেয়।

অবশ্যই পড়ুন: সুপার কাপে শক্তিশালী প্রতিপক্ষ পাচ্ছে ইস্টবেঙ্গল, প্রথম আসরে বাগানের শত্রু কারা?

মকর রাশি

মার্চের তৃতীয় সপ্তাহ মকর রাশির ব্যক্তিদের জন্য একেবারে অশুভ নয়। তবে এই সময় লটারি কাটার ক্ষেত্রে নম্বর চয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। পারলে লটারি কাটা থেকে বিরত থাকাই ভাল।

(প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি একান্তই ব্যক্তিগত)

Scroll to Top