Lottery Horoscope: লটারিতে কোটিপতি হওয়ার সুযোগ! মার্চের শেষ সপ্তাহে ৭ রাশির ভাগ্য বদল| Lottery Horoscope Prediction Of Last Week Of March
বিক্রয় ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা? সাহসে কুলোয় না? লোকসানের বদলে লাভও তো হতে পারে! লটারি প্রাপ্তির সম্পূর্ণটাই নির্ভর করে ভাগ্যচক্রের ওপর। তাই লটারির নম্বর চয়ন করে ভাগ্য পরীক্ষা করার আগে আপনার রাশির ভাগ্যে কী আদৌ লটারি প্রাপ্তি রয়েছে, তা জেনে নেওয়া আবশ্যক। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 23 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কাদের ভাগ্যে লক্ষী লাভ? জেনে নিন।
মার্চের শেষ সপ্তাহের মধ্যম ভাগে বৃষ রাশির ব্যক্তিদের লটারি ভাগ্য বেশ ভাল যাবে। সপ্তাহের এই সময়টা লটারি কেটে নিজেদের ভাগ্য পরীক্ষা করার মোক্ষম সময়। তাই সুযোগ হাতছাড়া করবেন না।
মিথুন রাশির ব্যক্তিদের জন্য মার্চের শেষ সপ্তাহের গোটা সময়টাই শুভ সময় হিসেবে বিবেচিত হবে। এই সপ্তাহে লটারি কেটে লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ব্যক্তিদের।
মার্চের শেষ সপ্তাহ নাগাদ সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় চলবে। এই সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার সুযোগ হাতছাড়া করবেন না।
মার্চের শেষ সপ্তাহে কন্যা রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। কাজেই এই সময়ে লটারি কেটে নিজেদের সাহসের পরীক্ষা দিন।
বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মার্চের শেষ সপ্তাহটা মধ্যম প্রকৃতির হবে। এই সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লটারি কাটলে শুভ ফল পেতে পারেন।
ধনু রাশির ব্যক্তিদের জন্য মার্চের শেষ সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে ধনুর জাতক-জাতিকারা লটারি কেটে মালামাল হবেন বলেই জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।
মার্চের শেষ সপ্তাহের প্রথম ভাগে মকর রাশির ব্যক্তিদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে। শুধুমাত্র এই সময়টাই লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার মোক্ষম সময়।
মার্চের শেষ সপ্তাহ মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অশুভ হতে চলেছে। এই সময়ে অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে অংশগ্রহণ না করাই ভাল।
কর্কট রাশির ব্যক্তিদের জন্য মার্চের শেষ ভাগ একেবারেই ভাল নয়। গোটা সপ্তাহ জুড়ে অশুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। আয়ের তুলনায় কর্কটের ব্যয় বেশি হবে।
তুলা রাশির ব্যক্তিদের জন্য মার্চের শেষ সপ্তাহ অত্যন্ত খারাপ যাবে বলেই মনে করছেন অভিজ্ঞ জ্যোতিষবিদরা। জানা যাচ্ছে, মার্চের এই সময়টায় লাভের তুলনায় লোকশান হবে তুলা রাশির।
কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মার্চের শেষ সপ্তাহ একেবারেই শুভ নয়। এই সময় লটারির প্রতি ঝোঁক না দেখানোই ভাল।
খুব একটা অশুভ যোগ নেই। তবে শুভ সময়ও যাবে না মীন রাশির ব্যক্তিদের। তবে এই সময় লটারি কেটে ক্ষতির মুখে পড়তে পারেন মীনের জাতক-জাতিকারা।
অবশ্যই পড়ুন: ISL সেমিফাইনালের আগে সুখবর মোহনবাগানে, দলে ফিরছেন তুখড় প্লেয়ার?
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.