Lottery Horoscope Of February: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘুরবে ভাগ্যের চাকা! লটারিতে মালামাল হবে এই ৫ রাশি | February Lottery Yog
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা করার ঝোঁক রয়েছে অনেকেরই। তবে কখনও কখনও সেই ইচ্ছেটা অভ্যাস হয়ে দাঁড়ায়। ফলত, অর্থহানির ঝুঁকি থাকে। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রত্যেক রাশির জাতক জাতিকারা রাশিচক্র অনুযায়ী বছরের একটা দিন লটারি কেটে নিজেদের ভাগ্য যাচাই করতে পারেন।
বেশ কয়েকজন জ্যোতিষবিদ বলছেন, চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির (February) শেষ সপ্তাহ অত্যন্ত শুভ হবে বেশ কিছু রাশির জন্য। আর এই নির্দিষ্ট সময় অর্থাৎ 23 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে লটারি কাটলে লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারির শেষলগ্নে লটারি গেটে ভাগ্য ঘুরতে পারে কোন কোন রাশির।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লটারি কাটলে ভাগ্য ঘুরতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে সেক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার সাথে লটারির নম্বর চয়ন করতে হবে তাদের।
শাস্ত্র বলছে, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মাঝামাঝি সময়টা খুবই ভাল যাবে। আর এই নির্ধারিত সময়ে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখার একটা সুবর্ণ সুযোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। তবে সপ্তাহের শেষ ভাগে একেবারেই লটারি কাটা চলবে না এই রাশির।
মিথুন রাশির যাদক-জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহের প্রতিটি জিনিস শুভ হতে চলেছে। তাই সপ্তাহের যেকোনও দিন লটারি কাটলেই লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল।
অন্যান্য রাশির মতোই সিংহ রাশির জাতক জাতিকাদেরও ফেব্রুয়ারি শেষ সপ্তাহটা ভালই যাবে। অভিজ্ঞ জ্যোতিষীদের মতে, চলতি মাসের এই সময়টায় লটারি কেটে দেখতে পারেন সিংহ রাশির ব্যক্তিরা।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কন্যা রাশির জাতক যাদিকাদের লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল। অভিজ্ঞ জ্যোতিষ বিদদের মতে, এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি গেটে মালামাল হতে পারেন কন্যা রাশির ব্যক্তিরা।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ধনু এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য লটারি ভাগ্য ভাল হতে পারে। মনে করা হচ্ছে, এই সময়ে লটারি কেটে নিজের ভাগ্য ফেরাতে পারেন এই দুই রাশির ব্যক্তিরা।
জ্যোতিষ বিদদের মতে, ফেব্রুয়ারী শেষ সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা লটারি কেটে দেখতে পারেন। মাসির অন্যান্য সময়ের তুলনায় 23 থেকে 28 তারিখ পর্যন্ত সময়টা এই রাশিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।
অবশ্যই পড়ুন: শুরুতেই বেতন ৬০ হাজার টাকা, পাওয়ারগ্রিডে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন পদ্ধতি
অভিজ্ঞ জ্যোতিষবিদদের একটা বড় অংশ মনে করছেন, ফেব্রুয়ারি শেষ সপ্তাহে বেশিরভাগ রাশির লটারি ভাগ্য ভাল থাকলেও মূলত তুলা, বৃশ্চিক, কর্কট এবং মীন রাশির ব্যক্তিরা মাসের এই নির্দিষ্ট সময়ে লটারি কাটার চিন্তাও মাথায় আনবেন না। মনে করা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে এই রাশির ব্যক্তিরা অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে মনোযোগী হলে ব্যর্থ হতে পারেন।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.