Lottery Horoscope Of February: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘুরবে ভাগ্যের চাকা! লটারিতে মালামাল হবে এই ৫ রাশি | February Lottery Yog
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা করার ঝোঁক রয়েছে অনেকেরই। তবে কখনও কখনও সেই ইচ্ছেটা অভ্যাস হয়ে দাঁড়ায়। ফলত, অর্থহানির ঝুঁকি থাকে। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রত্যেক রাশির জাতক জাতিকারা রাশিচক্র অনুযায়ী বছরের একটা দিন লটারি কেটে নিজেদের ভাগ্য যাচাই করতে পারেন।
বেশ কয়েকজন জ্যোতিষবিদ বলছেন, চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির (February) শেষ সপ্তাহ অত্যন্ত শুভ হবে বেশ কিছু রাশির জন্য। আর এই নির্দিষ্ট সময় অর্থাৎ 23 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে লটারি কাটলে লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারির শেষলগ্নে লটারি গেটে ভাগ্য ঘুরতে পারে কোন কোন রাশির।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লটারি কাটলে ভাগ্য ঘুরতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে সেক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার সাথে লটারির নম্বর চয়ন করতে হবে তাদের।
শাস্ত্র বলছে, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মাঝামাঝি সময়টা খুবই ভাল যাবে। আর এই নির্ধারিত সময়ে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখার একটা সুবর্ণ সুযোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। তবে সপ্তাহের শেষ ভাগে একেবারেই লটারি কাটা চলবে না এই রাশির।
মিথুন রাশির যাদক-জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহের প্রতিটি জিনিস শুভ হতে চলেছে। তাই সপ্তাহের যেকোনও দিন লটারি কাটলেই লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল।
অন্যান্য রাশির মতোই সিংহ রাশির জাতক জাতিকাদেরও ফেব্রুয়ারি শেষ সপ্তাহটা ভালই যাবে। অভিজ্ঞ জ্যোতিষীদের মতে, চলতি মাসের এই সময়টায় লটারি কেটে দেখতে পারেন সিংহ রাশির ব্যক্তিরা।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কন্যা রাশির জাতক যাদিকাদের লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল। অভিজ্ঞ জ্যোতিষ বিদদের মতে, এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি গেটে মালামাল হতে পারেন কন্যা রাশির ব্যক্তিরা।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ধনু এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য লটারি ভাগ্য ভাল হতে পারে। মনে করা হচ্ছে, এই সময়ে লটারি কেটে নিজের ভাগ্য ফেরাতে পারেন এই দুই রাশির ব্যক্তিরা।
জ্যোতিষ বিদদের মতে, ফেব্রুয়ারী শেষ সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা লটারি কেটে দেখতে পারেন। মাসির অন্যান্য সময়ের তুলনায় 23 থেকে 28 তারিখ পর্যন্ত সময়টা এই রাশিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।
অবশ্যই পড়ুন: শুরুতেই বেতন ৬০ হাজার টাকা, পাওয়ারগ্রিডে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন পদ্ধতি
অভিজ্ঞ জ্যোতিষবিদদের একটা বড় অংশ মনে করছেন, ফেব্রুয়ারি শেষ সপ্তাহে বেশিরভাগ রাশির লটারি ভাগ্য ভাল থাকলেও মূলত তুলা, বৃশ্চিক, কর্কট এবং মীন রাশির ব্যক্তিরা মাসের এই নির্দিষ্ট সময়ে লটারি কাটার চিন্তাও মাথায় আনবেন না। মনে করা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে এই রাশির ব্যক্তিরা অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে মনোযোগী হলে ব্যর্থ হতে পারেন।
শ্বেতা মিত্র, কলকাতা: দোলের মুখেই এল বড় খবর। আর এই খবর প্রকাশ্যে এসেছে রেশন কার্ড…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুপ্রতীক্ষিত IPL শুরু হতে আর মাত্র এক সপ্তাহ। প্রথম আসরে বিরাট কোহলিদের…
Infinix Note 50x 5G ভারতের বাজারে আগামী ২৭শে মার্চ লঞ্চ হবে বলে কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে…
Vivo আগামী মাসে একটি মেগা লঞ্চ ইভেন্টে একাধিক পণ্য উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। X200…
প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) তৈরির কাজ চলছে। পুরোদমে চলছে…
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
This website uses cookies.