Lottery Horoscope Prediction:ফেব্রুয়ারিতেই ঘুরবে ভাগ্যের চাকা, লটারি কেটে মালামাল হবেন এই ৬ রাশি | February Lottery Yog
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে নিজের ভাগ্য পরীক্ষা করা নিতান্তই ব্যক্তিগত বিষয়। তবে সেই কাজ অভ্যাসে পরিণত হলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। কিন্তু আর্থিক ক্ষতির ঝুঁকি আছে জেনেও অনেকেই একবার অন্তত লটারি কেটে নিজের ভাগ্যকে ঝালিয়ে নিতে চান। সেক্ষেত্রে বলে রাখি, চলতি মাসে লটারি কাটার আগে জ্যোতিষ শাস্ত্র খতিয়ে দেখা জরুরী। সূত্র বলছে, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ নাগাদ লটারি কাটলে ভাগ্য ফিরতে পারে বেশ কিছু রাশির। রইল তালিকা।
জ্যোতিষ শাস্ত্র বলছে, চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে লটারি কাটলে লক্ষী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক-জাতিকাদের।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি মাসে ভাগ্য ফিরতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের। এই রাশির ব্যক্তিরা সপ্তাহের শেষে বা শুরুতে লটারি কাটলে লাভবান হবেন বলেই মনে করা হচ্ছে।
মনে করা হচ্ছে এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি কিনলে ভাগ্য ঘুরতে পারে কর্কট রাশির ব্যক্তিদের। সেই সাথে মাসের শেষের দিকেও ভাগ্য ফেরার আশা রয়েছে কর্কটের।
জ্যোতিষ শাস্ত্র মতে রাশি চক্র অনুযায়ী, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের প্রতিটা দিনই কন্যা রাশির ব্যক্তিদের অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে। তাই সময়ে লটারি কাটলে মালামাল হওয়ার সম্ভাবনা থাকে কন্যার জাতক-জাতিকাদের।
রাশিচক্র অনুযায়ী এই সপ্তাহে বৃশ্চিক রাশির ব্যক্তিরা একবার লটারি কেটে দেখতে পারেন। পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা এই রাশির জাতক-জাতিকাদের জন্য প্রবল।
ধনু রাশির জাতক জাতিকাদের জন্যেও এই মাসের শেষের দিকটা শুভ হতে চলেছে। রাশিচক্র বলছে, এই রাশির ব্যক্তিরা একবার হলেও লটারি কাটতে পারেন।
আরও পড়ুন: আজকের রাশিফল, মা কালীর আশীর্বাদে জীবন বদলাতে চলেছে এই ৪ রাশির
মকর রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সপ্তাহের মাঝামাঝি অথবা শেষের দিকে লটারি কাটলে দুর্দান্ত ফল লাভের আশা রয়েছে।
অন্যান্য রাশির নিরিখে মীন রাশির ফেব্রুয়ারি ভাগ্য মোটামুটি। তাই লটারি কাটার থাকলে যথেষ্ট বিচক্ষণতা বজায় রেখে ও বুদ্ধির সাথে লটারি নম্বর নির্বাচন করতে হবে।
অভিজ্ঞ জ্যোতিষীদের রাশিচক্রের পর্যবেক্ষণ বলছে, ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিক কোনও সময়ই ভাল যাবেনা বৃষ, সিংহ, তুলা, কুম্ভ এই 4 রাশির জাতক জাতিকাদের।সূত্র বলছে, ভুলক্রমেও চলতি মাসে লটারি কাটার পথে হাঁটলে চলবে না এই রাশির ব্যক্তিদের। সেই সাথে ফেব্রুয়ারিতে এই 4 রাশির আর্থিক ঝুঁকিরও সম্ভবনা রয়েছে।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.