Lottery Horoscope Prediction: মে মাসে ভাগ্য ফিরবে ৪ রাশির! লটারি কাটলেই আসবে বিপুল অর্থ | Lottery Horoscope Of May
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার শুক্র মীন রাশিতে এসেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী 31 মে পর্যন্ত এই রাশির ওপর অবস্থান করবেন শুক্র। জানা যাচ্ছে, শুক্রের এমন অবস্থানের ফলে মালব্য রাজযোগ তৈরি হয়েছে। যার শুভ ফল পাবেন বেশ কিছু রাশির জাতক-জাতিকারা।
অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, মীন রাশিতে শুক্রের অবস্থান সেই রাশির জন্য তো বটেই সেই সাথে মে মাসের শেষ দিন পর্যন্ত বেশ কয়েকটি রাশির সহায় হবে। পারিবারিক সম্পর্ক থেকে লটারি (Lottery) কেটে লক্ষ্মীলাভ সবই ঘটবে শুক্রের আশীর্বাদে। চলুন জেনে নেওয়া যাক মীন রাশিতে শুক্রের অবস্থানে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে।
শুক্র মূলত বৃষ রাশির রাশিচক্র থেকে একাদশ ঘরে সরাসরি অবস্থান করবে। যার জেরে সুখ-সমৃদ্ধি থেকে শুরু করে সম্পর্কের উন্নতি সবই হবে বৃষ রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুক্রের ম্যালব্য যোগে লটারি কেটে ভাগ্য ফিরতে পারে এই রাশির ব্যক্তিদের।
মিথুনের রাশিচক্রের দশম ঘরে অবস্থান করবে শুক্র। যার জেরে সুখ সমৃদ্ধির পাশাপাশি, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র বলছে, শুক্রের এমন অবস্থানে লটারি কেটে লক্ষ্মী লাভের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির।
শুক্র সিংহ রাশির সরাসরি অষ্টম ঘরে অবস্থান করতে চলেছে। এর দৌলতে, পৈতৃক সম্পত্তি থেকে শুরু করে চাকরি ও ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সিংহ রাশির। সেই সাথে, লটারি প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা।
অবশ্যই পড়ুন: কোচের সাথে বিরাট অশান্তি ব্রাজিলিয়ান তারকার! সুপার কাপের আগেই বিপাকে ইস্টবেঙ্গল
মকর রাশির তৃতীয় ঘরে সরাসরি অবস্থান করবে শুক্র। যার জেরে গোটা মে মাস ধরে শুভ সময় চলবে মকরের। জানা যাচ্ছে, এই সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে চাইলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.