লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Lottery Horoscope: এপ্রিলের শেষে লটারিতে লক্ষ্মীলাভ ৩ রাশির! এদের দূরে থাকাই ভালো | April Lottery Horoscope Prediction

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কাটতে ভয় লাগে? পাছে অর্থহীন হয় সেই চিন্তায় লটারির প্রতি ঝোঁক দেখান না অনেকেই। তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতি মাসেই লটারি কেটে লক্ষ্মী লাভের সম্ভাবনা থাকে বেশ কিছু রাশির।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

চলতি মাসের বিগত সপ্তাহ গুলিতেও লটারি কেটে মোটা টাকা ঘরে তুলেছেন অনেকেই। অভিজ্ঞ জ্যোতিষ বিদরা বলছেন, এপ্রিলের শেষ 3 দিন অর্থাৎ 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লটারি কেটে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বেশ কয়েকটি রাশির। না জানলে বড়সড় সুযোগ হাতছাড়া হবে।

বৃষ রাশি

এপ্রিলের শেষ 3 দিন লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে বৃষ রাশির ব্যক্তিদের। এই সময়ে যেকোনও দিন লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সিংহ রাশি

চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ অর্থাৎ 29 ও 30 তারিখ শুভ সময় চলবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে মোটা অঙ্ক ঘরে তোলার সুযোগ রয়েছে এই রাশির ব্যক্তিদের।

READ MORE:  কলিযুগের অন্ত! ৫ বছরের মধ্যে মহাপ্রলয়, ৭ দিন অন্ধকারে ঢাকবে পৃথিবী, ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

ধনু রাশি

এপ্রিলের একেবারে শেষ ভাগে ধনু রাশির ভাগ্যে খুব একটা লটারি প্রাপ্তির যোগ নেই ঠিকই, তবে একদম শেষের দুদিন বিচক্ষণতার সাথে লটারি কাটলে কিছু অর্থ ঘরে আসতে পারে।

মেষ

চলতি সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের জন্য লটারি ভাগ্য একেবারে মধ্যম প্রকৃতির। সপ্তাহের একেবারে শেষের দিকে ভুলেও লটারি কাটতে যাবেন না।

মিথুন রাশি

চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অশুভ! এই সময়ে লটারি কেটে লাভের বদলে লোকসানের সম্ভাবনা বেশি।

READ MORE:  Budh Gochar Astrology: পুজোর পাঁচ দিন পর রাজা হবেন এই ৫ রাশির জাতক

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহের শেষের দিকে লটারি প্রাপ্তির কোনও যোগ নেই। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সময়ে লটারি কাটলে লোকসানের সম্ভাবনা দ্বিগুণ।

কন্যা রাশি

এপ্রিলের একেবারে শেষের দিনগুলি কন্যা রাশির ব্যক্তিদের জন্য একেবারেই শুভ নয়। এই সময় লটারি কাটা নিতান্তই বোকামি হবে।

তুলা রাশি

এপ্রিলের শেষ 3 দিন তুলা রাশির ব্যক্তিদের লটারি থেকে দূরে থাকাই ভাল। এই সময়ে লোকসানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহে লটারি ভাগ্য একেবারে মধ্যম প্রকৃতির। শেষের দিকে লটারি কাটা উচিত হবে না। কাটলে খুব ভেবেচিন্তে এগোবেন।

READ MORE:  Lottery Horoscope: লটারি কেটে লক্ষ্মীলাভ ৭ রাশির, এপ্রিলের তৃতীয় সপ্তাহে হবে ধনবর্ষা | April 3rd Week Lottery Yog

মকর রাশি

সপ্তাহের শেষের দিকে মকর রাশির ব্যক্তিদের আয় ও ব্যয় সমান থাকবে। তাই লটারি কাটা থেকে বিরত থাকাটাই হয়তো শ্রেয়।

কুম্ভ রাশি

চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগে লটারি কেটে নিজের বিপদ ডেকে আনবেন না। এই সময় অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি থেকে দূরে থাকুন।

অবশ্যই পড়ুন: চরম দারিদ্য সীমার বাইরে ভারতের ১৭ কোটি মানুষ, বিশ্বব্যাঙ্কের রিপোর্টে চমকপ্রদ তথ্য

মীন রাশি

এই রাশির ব্যক্তিদের লটারি ভাগ্য অত্যন্ত খারাপ। তাই চলতি সপ্তাহের শেষের দিকে লটারি না কাটাই উপযুক্ত সিদ্ধান্ত হবে।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা বা অর্থ লগ্নী সংক্রান্ত যেকোনও বিষয় একান্তই ব্যক্তিগত। )

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.