লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

LPG Cylinder: সুখবর! গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমল, জেনে নিন নতুন রেট

Published on:

বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাতার বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে রমজান মাসে বাজারে মুরগি, মাছ, মাংস, লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে অনেকটাই। তবে এই পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তি আনল রান্নার গ্যাসের দাম কমার খবর। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) ঘোষণা করেছে, LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

কতটা কমল গ্যাসের দাম?

আজ, ৩ মার্চ, BERC কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে।

READ MORE:  ‘কথা রাখেনি সরকার’, ক্ষোভ উগরে দিয়ে দেউচায় কয়লা খনির কাজ বন্ধ করালেন স্থানীয়রা

– ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১৪৭৮ টাকা থেকে কমে ১৪৫০ টাকা হয়েছে।
– ৫.৫ কেজি সিলিন্ডারের দাম এখন ৬৬৪ টাকা।
– ১২.৫ কেজির গ্যাস সিলিন্ডার মিলবে ১৫১০ টাকায়।
– ১৫ কেজির গ্যাস সিলিন্ডার এখন ১৮১২ টাকা।
– ১৬ কেজির গ্যাস সিলিন্ডার ১৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
– ১৮ কেজির গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ২১৭৫ টাকায়।

READ MORE:  সুবর্ণ সুযোগ! রাজ্যের উদ্যোগে বাড়িতে বসেই মিলবে নতুন কর্মসংস্থান– জানুন কীভাবে!

অটোগ্যাসের দামও কমল

শুধু রান্নার গ্যাস নয়, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। BERC-এর সিদ্ধান্ত অনুযায়ী—

অটোগ্যাসের প্রতি লিটারে ১ টাকা ৩১ পয়সা কমানো হয়েছে।
নতুন দাম লিটারপ্রতি ৬৭.৭৪ টাকা থেকে কমে ৬৬.৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

২০২৪ সালে LPG ও অটোগ্যাসের দামের ওঠানামা

গত বছর ৪ বার LPG ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল, তবে ৭ বার দাম বৃদ্ধি পেয়েছিল।

READ MORE:  দাম ৬৫০০! মুরগিকে সবুজ রঙ করে টিয়া বলে বিক্রি

– জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল।
– এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল।
– ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
– ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমে দাম বাড়ানো হলেও পরে কিছুটা কমানো হয়।

এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের দাম কমানোয় সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি আসবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.