LSG Vs DC: পন্থের এই বড় ভুল জিতিয়েছে দিল্লিকে! ফাঁস বিরাট তথ্য | DC Won Because Of This Mistake Of Rishabh Pant
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার ঋষভ পন্থের ভুলেই উদ্বোধনী ম্যাচে দিল্লির(DC) কাছে পরাস্ত হয়েছে LSG! এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ। যে দলে এতকাল নিজের সেরাটা দিয়ে এসেছেন পন্থ, IPL 2025-এর যাত্রা শুরু হতেই সেই দলই পন্থের কাটা ঘায়ে নুন ছড়িয়ে দিয়েছে! গতকাল একপ্রকার জেতা ম্যাচে কঠিন পরাজয় দেখেছে লখনউ। কিন্তু কেন? কেন জয়ের দোরগোড়ায় কড়া নেড়েও হারতে হলো পন্থ বাহিনীকি? নেপথ্যে কি শুধুই অধিনায়কের ভুল? রইল বিস্তারিত।
সোমবার দিল্লির হয়ে ফের পুরনো ছন্দে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটার আশুতোষ শর্মা। এদিন একেবারে হারের মুখ থেকে দিল্লিকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি। বলা চলে, লখনউ সুপার জায়েন্টের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন শর্মা।
গতকাল, যখন দিল্লির একের পর এক ব্যাটসম্যান উইকেট দিয়ে সাজঘরে ফিরছেন, ঠিক সেই সময়ে যেন উদ্ধারকারী হিসেবে ইনিংস শুরু করেন আশুতোষ। এদিন মাত্র 31 বলে 66 রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংস খেলে পন্থদের বিরুদ্ধে দলের জয়টা সুনিশ্চিত করেছিলেন তিনি।
ম্যাচ তখন একেবারে শেষ ওভারে। দিল্লির জয়ের জন্য মাত্র 6 রান প্রয়োজন। প্রতিপক্ষের হাতে রয়েছে মাত্র 1 উইকেটে। আর সেই ওভারেই বল করতে আসেন শাহবাজ আহমেদ। স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা মোহিত শর্মাকে বল ছোঁড়েন তিনি।
আর সেই বলেই স্ট্যাপ আউট করে ম্যাচ জেতার সুযোগ ছিল লখনউয়ের। তবে অধিনায়ক ঋষভ পন্থ সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। গতকাল মোহিতের বল ধরতে পারেননি পন্থ। কাজেই শেষ ওভারে পন্থ যদি এই ভুল না করতেন, তবে সেখানেই শেষ হয়ে যেত দিল্লির ইনিংস।
অবশ্যই পড়ুন: ফুটবলে ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
শেষ ওভারে স্ট্যাম্পিং মিস করার আগে লখনউয়ের ইনিংস চলাকালীন, ব্যাট হাতেও ব্যর্থ হয়েছিলেন ঋষভ। এদিন নিকোলাস পুরানের দুরন্ত ইনিংসের মাঝে আচমকা ব্যাট করতে আসেন পন্থ। তবে দিল্লির বোলিং তাঁকে খুব একটা বেশি সময় মাঠে টিকে থাকতে দেয়নি। এদিন পন্থ 6 বল খেলেছিলেন ঠিকই তবে ফিরতে হয়েছিল শূন্য নিয়েই। যা LSG-র হারের আরও একটি অন্যতম কারণ।
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২রা এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.