লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

LSG Vs DC: পন্থের এই বড় ভুল জিতিয়েছে দিল্লিকে! ফাঁস বিরাট তথ্য | DC Won Because Of This Mistake Of Rishabh Pant

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার ঋষভ পন্থের ভুলেই উদ্বোধনী ম্যাচে দিল্লির(DC) কাছে পরাস্ত হয়েছে LSG! এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ। যে দলে এতকাল নিজের সেরাটা দিয়ে এসেছেন পন্থ, IPL 2025-এর যাত্রা শুরু হতেই সেই দলই পন্থের কাটা ঘায়ে নুন ছড়িয়ে দিয়েছে! গতকাল একপ্রকার জেতা ম্যাচে কঠিন পরাজয় দেখেছে লখনউ। কিন্তু কেন? কেন জয়ের দোরগোড়ায় কড়া নেড়েও হারতে হলো পন্থ বাহিনীকি? নেপথ্যে কি শুধুই অধিনায়কের ভুল? রইল বিস্তারিত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আশুতোষ শর্মার আগুনে পারফরমেন্স

সোমবার দিল্লির হয়ে ফের পুরনো ছন্দে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটার আশুতোষ শর্মা। এদিন একেবারে হারের মুখ থেকে দিল্লিকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি। বলা চলে, লখনউ সুপার জায়েন্টের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন শর্মা।

READ MORE:  KKR Vs RCB: ওপেনে কোহলি, KKR-কে চেপে ধরতে সাংঘাতিক দল সাজাচ্ছে RCB! কেমন হবে প্রথম একাদশ? | Possible Playing 11 Of RCB Against KKR

গতকাল, যখন দিল্লির একের পর এক ব্যাটসম্যান উইকেট দিয়ে সাজঘরে ফিরছেন, ঠিক সেই সময়ে যেন উদ্ধারকারী হিসেবে ইনিংস শুরু করেন আশুতোষ। এদিন মাত্র 31 বলে 66 রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংস খেলে পন্থদের বিরুদ্ধে দলের জয়টা সুনিশ্চিত করেছিলেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শেষ ওভারে বড় ভুল করেন ঋষভ

ম্যাচ তখন একেবারে শেষ ওভারে। দিল্লির জয়ের জন্য মাত্র 6 রান প্রয়োজন। প্রতিপক্ষের হাতে রয়েছে মাত্র 1 উইকেটে। আর সেই ওভারেই বল করতে আসেন শাহবাজ আহমেদ। স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা মোহিত শর্মাকে বল ছোঁড়েন তিনি।

READ MORE:  ISL League Shield: টানা দু'বার ISL-এ লিগ শিল্ড জয় মোহনবাগানের, ৫ কারণ খুঁজে পেল India Hood | Mohun Bagan Super Giant Success In ISL

আর সেই বলেই স্ট্যাপ আউট করে ম্যাচ জেতার সুযোগ ছিল লখনউয়ের। তবে অধিনায়ক ঋষভ পন্থ সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। গতকাল মোহিতের বল ধরতে পারেননি পন্থ। কাজেই শেষ ওভারে পন্থ যদি এই ভুল না করতেন, তবে সেখানেই শেষ হয়ে যেত দিল্লির ইনিংস।

অবশ্যই পড়ুন: ফুটবলে ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ব্যাট হাতেও ব্যর্থ পন্থ

শেষ ওভারে স্ট্যাম্পিং মিস করার আগে লখনউয়ের ইনিংস চলাকালীন, ব্যাট হাতেও ব্যর্থ হয়েছিলেন ঋষভ। এদিন নিকোলাস পুরানের দুরন্ত ইনিংসের মাঝে আচমকা ব্যাট করতে আসেন পন্থ। তবে দিল্লির বোলিং তাঁকে খুব একটা বেশি সময় মাঠে টিকে থাকতে দেয়নি। এদিন পন্থ 6 বল খেলেছিলেন ঠিকই তবে ফিরতে হয়েছিল শূন্য নিয়েই। যা LSG-র হারের আরও একটি অন্যতম কারণ।

READ MORE:  IPL 2025: ১০ কোটির অফার পেয়েও প্রত্যাখ্যান, প্রিয় দল KKR-এর জন্য বিরাট ত্যাগ নাইট তারকার! | Ramandeep Refused 10 Crore Rupees Offer For KKR
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.