সৌভিক মুখার্জী, কলকাতা: একসময় যখন স্মার্টফোনের কথা উঠত, তখন বেশিরভাগ মানুষের মনে একটাই প্রশ্ন জাগতো, “ফোন তো চাইনিজ, চায়না থেকে ফোন আসে, আর এখানে বিক্রি হয়।” কিন্তু সময় বদলে গিয়েছে। বিশেষ করে ভারত সরকার এখন মেড ইন ইন্ডিয়ার (Made In India) প্রতি বেশি জোর দিয়েছে। এখন বিশ্বের অনেক নামি দামি কোম্পানির স্মার্টফোন যেগুলি আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়, সেগুলির বেশিরভাগই ভারতে তৈরি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সম্প্রতি এক সংবাদমাধ্যম খতিয়ে জানা গিয়েছে, ২০২৪ সালে ভারতে তৈরি স্মার্টফোনের শিপমেন্ট একধাক্কায় ৬% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বিশেষ করে Apple ও Samsung-এর মত কোম্পানিগুলি এই খাতে বিশেষ অবদান রেখেছে।
ভারতে স্মার্টফোন উৎপাদনের পিছনে সরকারের অবদান
ভারতে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি পাওয়ার পিছনে ভারত সরকারের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষ করে ভারত সরকারের প্রোডাকশন-লিংকড ইনসেনটিভ স্কিম (PLI) বড় পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলি এখন ভারতে সহজেই বিনিয়োগ করতে পারছে। ফলে তাদের উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এক রিপোর্ট মারফত জানা গিয়েছে, ২০২৪ সালে Samsung-এর ভারতে তৈরি স্মার্টফোনের শিপমেন্ট ৭% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি Apple-এর উৎপাদনকারী Foxconn-এর শিপমেন্টও বেড়েছে ১৭%। এমনকি জানলে অবাক হবেন, চায়না কোম্পানি Vivo-এর শিপমেন্ট ১৪% বৃদ্ধি পেয়েছে। তবে চীনের আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড Oppo-এর শিপমেন্ট এক ধাক্কায় ৩৪% হ্রাস পেয়েছে।
স্মার্টফোন উৎপাদনে এগিয়ে কে?
ভারতে তৈরি স্মার্টফোন শিপমেন্টের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে DBG। DBG মূলত Xiaomi ও Realme স্মার্টফোন বেশি উৎপাদন করে, যা ভারতের বাজারে বেশি চলে। এছাড়া ২০২৪ সালে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া কোম্পানি হলো টাটা ইলেকট্রনিক্স। তাদের উৎপাদন একধাক্কায় ১৬০% বেড়েছে। বিশেষ করে iPhone 15 ও iPhone 16 এর মডেল তৈরির কাজ টাটা ইলেকট্রনিক্সের হাত ধরেই শুরু হয়েছে। শুধু তাই নয়, তারা সেমিকন্ডাক্টর ব্যবসায়ও পা ফেলেছে। জানা যাচ্ছে গুজরাটে ইতিমধ্যেই তারা একটি প্ল্যান্ট স্থাপন করেছে এবং ভবিষ্যতে অসমেও একটি প্ল্যান্ট স্থাপন করার পরিকল্পনাও নিচ্ছে।
২০২৫ সালে আরো বড় সাফল্য
বিশেষজ্ঞরা মনে করছে, ২০২৫ সালে ভারতে স্মার্টফোন উৎপাদন আরো বৃদ্ধি পাবে। বিশেষ করে Apple ও Samsung-এর মতো কোম্পানিগুলির ভারতে উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের চাহিদা বাড়বে। বর্তমানে বিশ্বজুড়ে ভারতীয় প্রযুক্তি বেশি গ্রহণযোগ্য হচ্ছে। ভবিষ্যতে যদি ভারত স্মার্টফোন উৎপাদনের হাব হয়ে ওঠে, তাহলে চীনকে টেক্কা দেওয়া আর কল্পনা থাকবে না। এখন দেখার বিষয় ২০২৫ সালে ভারত প্রযুক্তি খাতে কতদূর এগোয়।