লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mahakumbh Monalisa: মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার স্বল্পবসনা নাচ দেখেছেন? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় | Maha Kumbh Monalisa dancing Video made with AI Viral Over Internet

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ১৪৪ বছর পর আসা মহাকুম্ভ (Mahakumbh 2025) নিয়ে শুধুমাত্র দেশে নয়, গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে। মহাকুম্ভের মেলায় এবছর ৪৫ কোটি মানুষ আসবে বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণ থেকে একাধিক মানুষ ভাইরাল হয়ে পড়েছেন। আইআইটি বাবা থেকে শুরু করে গোল্ডেন বাবা, বারোদা বাবা এর মত মোনালিসা নামের এক মেয়েও বেশ ভাইরাল হয়ে পড়েছে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

মালা বিক্রি করতে মহাকুম্ভে এসে ভাইরাল মোনালিসা | Monalisa The Viral Girl |

মধ্যপ্রদেশের মেয়ে মোনালিসা পরিবারের সাথে মহাকুম্ভে এসে পুণ্যস্নান করে মালা বিক্রি করতে এসেছিলেন। সেখানেই কিছু লোকে তাঁর ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন যা হু হু করে ভাইরাল হয়ে যায়। এরপর রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় মোনালিসা। আর এবার নেটপাড়ায় তার একাধিক ভিডিও প্রকাশ্যে আসছে যা মিলিয়নে ভিউ পাচ্ছে!

READ MORE:  'উল্লু'-তে রিলিজ হল সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, মজা পেতে চাইলে একা দেখুন

ভাইরাল মোনালিসার নাচের ভিডিও

ইনস্টাগ্রামে একাধিক রিল ভাইরাল হয়েছে যেখানে মোনালিসার মত দেখতে একটি মেয়েকে মডার্ন পোশাকে নাচতে দেখা যাচ্ছে। অনেকেই দেখার পর সন্দেহ প্রকাশ করেছিলেন এগুলি আদৌ সত্যি কি না সেই নিয়ে। আর এবার জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওগুলি আসলে ডিপফেক। অর্থাৎ হুবহু মোনালিসার মত দেখতে হলেও আদতে সে মোটেই নাচেনি।

READ MORE:  Web Series: উত্তেজনায় ভরপুর 'কামওয়ালি মাঞ্জু পার্ট ২', ভুলেও কারও সামনে দেখবেন না

এক নেটিজেন ভিডিও দেখেই ধরতে পেরে গিয়েছেন যে ভিডিওটি ফেক। কারণ AI এর সাহায্যে মুখ বদল করা গেলেও যে মেয়েটির মুখ বদল করা হয়েছে তাঁর গায়ে থাকা ট্যাটু সরানো হয়নি। আর সেটা দেখেই ভিডিওটি যে নকল তা ধরা গিয়েছে।

প্রসঙ্গত, AI এর সাহায্যে ডিপফেক ভিডিও বানানর ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সেলেব্রিটিদের ডিপফেক ভিডিও তৈরী করে তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছিল। এই ধরণের ভিডিও বানানো নিয়ে ইতিমধ্যেই অনেকে বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন কারণ এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয় না। তাছাড়া যে ভাবে AI উন্নত হচ্ছে তাতে আগামী দিনে আসল ও নকলের পার্থক্য করা মুশকিল হয়ে যাবে।

READ MORE:  পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, বিস্ফোরণে উড়ল ৭ জওয়ান! সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.