সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান? তাহলে রইল আপনার জন্য দারুণ খবর। বর্তমান সময়ে নারীদের আর্থিক সুরক্ষা এবং স্বনির্ভরতা নিশ্চিত করতে কেন্দ্র সরকার একের পরে প্রকল্প নিয়ে আসছে। আর সেই তালিকার প্রথম সারিতে রয়েছে “মহিলা সম্মান সার্টিফিকেট” (Mahila Samman Certificate), যা নারীদের সঞ্চয়ের পাশাপাশি ভালো পরিমাণে সুদ দিচ্ছে। প্রথমেই বলে রাখি, যারা 31শে মার্চের মধ্যে এই প্রকল্পের সুবিধা নেবেন তারা লক্ষ্মীলাভ হবেন। কীভাবে এই স্কিম কাজ করবে? কোথায় গিয়ে আবেদন করবেন? সবটা জানুন আজকের প্রতিবেদনে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মহিলা সম্মান সার্টিফিকেট কী?
মহিলা সম্মান সার্টিফিকেট একটি সঞ্চয় প্রকল্প। মূলত, এটি পিছিয়ে থাকা মহিলাদেরকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে তোলার জন্যই চালু করা হয়েছে। এই স্কিমের সুবিধা পোস্ট অফিস থেকেই পাওয়া যায় এবং এখানে 7.5% সুদ দেওয়া হয়, যা অন্যান্য স্কিম থেকে অনেকটাই বেশি। কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য, নারীদের আর্থিক স্বাবলম্বী করা আর তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। আর এই প্রকল্প তারই দৃষ্টান্ত।
কীভাবে কাজ করে এই প্রকল্প?
জানিয়ে রাখি, এখানে আপনি মাত্র 1000/- টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আগেই বলেছি, এখানে 7.5% সুদ দেওয়া হবে। ফলে আপনার সঞ্চয় ক্রমশ বাড়তে থাকবে। আপনি প্রতি মাসে, প্রতি তিন মাস, প্রতি ছয় মাস বা প্রতি বছরেও টাকা জমা দিতে পারবেন। তাই আপনার সুবিধামত যে কোন একটি বিকল্প বেছে নিতে পারেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
জরুরী প্রয়োজনে কীভাবে টাকা তুলবেন?
অনেক সময় বিনিয়োগ করার পর জরুরি প্রয়োজনে সঞ্চিত টাকা তোলার দরকার পড়ে। এই স্কিমে রয়েছে সেই সুবিধা। 1 বছর পর আপনি আপনার মোট সঞ্চয়ের 40% টাকা তুলে নিতে পারবেন। আবার পরবর্তী সময়ে সেই টাকা ফের জমা করতেও পারবেন। তাই এতে আপনার অর্থও সুরক্ষিত থাকবে, আবার প্রয়োজনে আপনি তা ব্যবহার করতে পারবেন।
কোথা থেকে পাবেন এই সুবিধা?
এই প্রকল্পের সুবিধা নিতে গেলে পোস্ট অফিসে যেতে হবে। কারণ সারা দেশের সমস্ত পোস্ট অফিসে এই স্কিমের সুবিধা মিলছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সবথেকে বড় সুবিধা, সরকারি এই স্কিমে কোনরকম প্রতারণার ঝুঁকি নেই। তাই চোখ বন্ধ করে এখানে বিনিয়োগ করতে পারেন।
31শে মার্চের আগে বিনিয়োগ করুন
যারা নিরাপদ সঞ্চয়ের পাশাপাশি ভালো পরিমানে মুনাফা পকেটে ঢোকাতে চান, তাদের জন্য এটি আদর্শ বিনিয়োগের স্কিম। যেহেতু সুযোগ সীমিত, তাই 31শে মার্চের আগেই পোস্ট অফিসে গিয়ে আবেদন করুন এবং মহিলা সম্মান সার্টিফিকেট সংগ্রহ করুন। কারণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আর্থিক দুয়ার খুলতে পারে।