Mahindra XUV700 Price Cut: মূল্যবৃদ্ধির বাজারে বিশাল স্বস্তি, গাড়ির দাম 70 হাজার টাকা কমিয়ে চমকে দিল Mahindra | Mahindra XUV700 Features
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ১ এপ্রিল থেকে গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি, টাটা মোটরস, ও হুন্ডাই। সেই জায়গায় দাঁড়িয়ে গাড়ির দাম কমিয়ে চমকে দিল মাহিন্দ্রা। একধাক্কায় প্রচুর সস্তা হল Mahindra XUV700। কোম্পানির এই ঝাঁ চকচকে SUV এর দাম কমে গেল ৭৫ হাজার টাকা। বাজারের এই গাড়ির ৬টি ভ্যারিয়েন্ট রয়েছে। মূলত পারিবারিক গাড়ি হিসেবে খ্যাত XUV700।
সাত আসনের এই এসইউভি-র পেট্রল ও ডিজেল উভয় মডেলের দামই কমিয়েছে কোম্পানিটি। XUV700 এর AX7 এবং AX7 L ভ্যারিয়েন্টের দাম কমেছে ৭৫ হাজার টাকা পর্যন্ত। যেখানে পেট্রল অটোমেটিক ও ডিজেল অটোমেটিক মডেলের দাম কমেছে ৪৫ হাজার টাকা। এবং AX7 S মডেলটি ৭৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়েছে।
Mahindra XUV700-এর দুটি ইঞ্জিন ভ্যারিয়েন্ট রয়েছে – ২ লিটার mStallion টার্বো পেট্রল (TGDi) এবং ২.২ লিটার mHawk টার্বো ডিজেল ইঞ্জিন। টার্বো পেট্রল ইঞ্জিনটি সর্বোচ্চ ১৯৭ হর্সপাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। অন্যদিকে, MX ভ্যারিয়েন্টে টার্বো ডিজেল ইঞ্জিন সর্বোচ্চ ১৫২ হর্সপাওয়ার এবং ৩৬০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
মাহিন্দ্রার এই গাড়িতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং কারপ্লে সহ ২৬.০৩ সেমি ইনফোটেইনমেন্ট সিস্টেম, সোনির ১২ স্পিকার সেটআপ, রিভার্স ক্যামেরা, পার্ক অ্যাসিস্ট, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ৩৬০ ডিগ্রি ক্যামেরা সেটআপ, এবং অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো প্রচুর হাই-টেক ফিচার্স রয়েছে।
মাহিন্দ্রার ওয়েবসাইট অনুযায়ী, XUV700 এর AX7 ভ্যারিয়েন্টের দাম ১৯.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর AX7 L ডিজেল অটোমেটিক মডেলের দাম ২৪.৯৯ লক্ষ টাকা। প্রসঙ্গত, সম্প্রতি গাড়িটির Ebony সংস্করণ লঞ্চ হয়েছে যার দাম ১৯.৬৪ লক্ষ টাকা।
সুমন পাত্র, কলকাতা: Amazon নিয়ে এসেছে স্পেশাল সেল Electronics Premier League Sale। এই সেলে ব্র্যান্ডেড…
সুমন পাত্র, কলকাতা: Poco F7 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি পোকোর তরফে এই সিরিজের…
সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো…
সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার…
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২শে মার্চ, শনিবার। শনিদেবের কৃপায় কেমন যাবে আপনার দিনটি? আজকের রাশিফল…
This website uses cookies.